Recent Tube

কুরআনের কোন সূরার কততম আয়াত দ্বারা রমজানের রোজা ফরজ হয়? আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল


প্রশ্নঃ
কুরআনের কোন সূরার কততম আয়াত দ্বারা রমজানের রোজা ফরজ হয়?

উত্তর: 
সূরা বাকারা, ১৮৩ নং আয়াত দ্বারা মুমিনদের জন্য রোজা রাখা ফরজ করা হয়। 

আল্লাহ তাআলা বলেন,

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ
"হে ঈমানদারগণ! তোমাদের উপর সিয়াম ফরয করা হয়েছে যেমন ফরয করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পার।" (সূরা বাকারা: ১৮৩)

উত্তর প্রদানে: 
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সৌদি আরব। 
#abdullahilhadi

Post a Comment

0 Comments