Recent Tube

সুন্নত পালন ও নেকির উদ্দেশ্যেই আমাদের ইস্তিসকার নামাজ পড়া উচিত। এখানে প্রাপ্তি ছাড়া ব্যর্থতার কিছু নেই। আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলিল।



ছবির ক্যাপশান সম্পর্কে শ্রদ্ধেয় শায়েখ আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলিল এর গুরুত্বপূর্ণ দ্বীনি বিশ্লেষণ। 

 অনাবৃষ্টির সময় ইস্তিসকা বা বৃষ্টি প্রার্থনার নামাজ আদায় করা সুন্নত।‌ কেউ যদি পড়ে তাহলে সে সুন্নত পালন করার কারণে নেকি পাবে। এতে বৃষ্টি হওয়া আবশ্যক নয়। কেননা এটি একটি দোয়া। আল্লাহ চাইলে দোয়া কবুল করবেন অথবা করবেন না। এটি সম্পূর্ণ আল্লাহর ইচ্ছাধীন বিষয়।

 অতএব কোথাও ইস্তিসকার নামাজ পড়ার পরও যদি বৃষ্টি না আসে তখন এ ধারণা করা যাবে না যে, দোয়া কারীদের মধ্যে ইখলাস বা ইমানের ত্রুটি ছিল বা আল্লাহ তাদের দোয়া প্রত্যাখ্যান করেছেন কিংবা তারা ব্যর্থ হয়েছে ইত্যাদি। 
 আবার ইস্তিসকার পরে বৃষ্টি বর্ষিত হলে যেন এই ধারণা না করা হয় যে, যিনি নামাজ পড়িয়েছেন তিনি আল্লাহর কামেল ওলি, বিরাট বুজুর্গ বা আল্লাহর খুব পছন্দনীয় মানুষ।  বৃষ্টি হলেও এই বিশ্বাস করার সুযোগ নাই। 
কেননা বৃষ্টি দেওয়া না দেওয়া সম্পূর্ণ আল্লাহর ইচ্ছার উপরে নির্ভরশীল। আমাদের কর্তব্য, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করা।
ইস্তিসকার নামাজ পড়ার পর বৃষ্টি না হলেও সুন্নত আদায়ের কারণে সওয়াব অর্জিত হবে ইনশাআল্লাহ। 
 সুতরাং সুন্নত পালন ও নেকির উদ্দেশ্যেই আমাদের ইস্তিসকার নামাজ পড়া উচিত। এখানে প্রাপ্তি ছাড়া ব্যর্থতার কিছু নেই।
আল্লাহু আলাম।
------------------------- 
 মন্তব্য প্রদানে :
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার,
সৌদি আরব।
#abdullahilhadi

Post a Comment

0 Comments