জীবদ্দশায় সন্তানদেরমাঝে সম্পদ বণ্টন করার বিধান :
প্রশ্ন :
কোনো ব্যক্তি যদি তাঁর সম্পত্তি জীবিত থাকতেই ছেলেমেয়েদের মধ্যে বণ্টন করতে চান, তাহলে এটা কি করা জায়েজ হবে? নাকি মৃত্যুর পরে আল্লাহতায়ালা যেভাবে শরিয়তে নির্দেশনা দিয়েছেন, সেভাবেই করতে হবে?
উত্তর :
অধিকাংশ ওলামাগণ, মৃত্যুর আগে ওয়ারিশদের মাঝে সম্পদ বন্টনকে বৈধ বলেন নি। তারা বলেছেন, ওয়ারিশ বণ্টন নয়, প্রয়োজনে তাদের জন্য কিছু সম্পদ দান করা যেতে পারে। কেননা, ওয়ারিশদের মাঝে সম্পদ বণ্টন ব্যক্তির মৃত্যু বরণের সাথে সম্পৃক্ত। জীবিত অবস্থায় কেউ ওয়ারিশ হয় না। তাছাড়া, সে ব্যক্তি মৃত্যু বরণের আগে তার ওয়ারিশদের কেউ মৃত্যু বরণ করতে পারে। তখন এই বণ্টণ প্রক্রিয়া ও অর্থের ভাগ ভিন্ন হবে।
যদিও কোন কোন আলেম এটিকে বৈধ বলেছেন। কিন্তু প্রথম মতটি অধিক বিশুদ্ধ।
সুতরাং সঠিক ফতোয়া হল, মৃত্যুর আগে ওয়ারিশদের মাঝে সম্পদ বন্টন করা শুদ্ধ হবে না।
আল্লাহ সবচেয়ে ভালো জানেন।
আরো পড়ুন :
মৃত ব্যক্তির পরিত্যাক্ত সম্পদ বণ্টণ ও ওসিয়ত বাস্তবায়ন: অপরিহর্যতা ও পদ্ধতি
https://m.facebook.com/story.php?story_fbid=3765606346872445&id=655960327837078&mibextid=Nif5oz
প্রশ্ন: “মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পদ বণ্টন হতে দেরি হলে সে কবরে আযাবের সম্মুখীন হবে” এমন কোন হাদীস আছে কি বা এ কথাটা কি সঠিক?
https://m.facebook.com/story.php?story_fbid=10213418199429522&id=1235881333&mibextid=Nif5oz
একজন বিবাহিত মৃত নারীর পরিত্যক্ত সম্পদ বণ্টন:
https://m.facebook.com/groups/290957322567960/permalink/766798151650539/?mibextid=Nif5oz
উত্তর প্রদানে :
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সৌদি আরব।
#abdullahilhadi
#সংক্ষিপ্ত_প্রশ্নোত্তর

0 Comments