সূরা যুখরুফঃ ৪৩,
আয়াত নম্বরঃ ৬৬;
هَلْ يَنْظُرُوْنَ اِلَّا السَّاعَةَ اَنْ تَاْتِيَهُمْ بَغْتَةً وَّهُمْ لَا يَشْعُرُوْنَ
উহারা তো উহাদের অজ্ঞাতসারে আকস্মিক ভাবে কিয়ামত আসিবারই অপেক্ষা করিতেছে।
আয়াত নম্বরঃ ৬৭;
اَلْاَخِلَّاۤءُ يَوْمَٮِٕذٍۢ بَعْضُهُمْ لِبَعْضٍ عَدُوٌّ اِلَّا الْمُتَّقِيْنَ ؕ
বন্ধুরা সেই দিন হইয়া পড়িবে একে অপরের শত্রু, মুত্তাকীরা ব্যতীত।
আয়াত নম্বরঃ ৬৮;
يٰعِبَادِ لَا خَوْفٌ عَلَيْكُمُ الْيَوْمَ وَلَاۤ اَنْتُمْ تَحْزَنُوْنَۚ
হে আমার বান্দাগণ! আজ তোমাদের কোন ভয় নাই এবং তোমরা দুঃখিতও হইবে না।
আয়াত নম্বরঃ ৬৯;
اَلَّذِيْنَ اٰمَنُوْا بِاٰيٰتِنَا وَكَانُوْا مُسْلِمِيْنَۚ
যাহারা আমার আয়াতে বিশ্বাস করিয়াছিল এবং আত্নসমর্পণ করিয়াছিল-
আয়াত নম্বরঃ ৭০;
اُدْخُلُوا الْجَنَّةَ اَنْتُمْ وَاَزْوَاجُكُمْ تُحْبَرُوْنَ
তোমরা এবং তোমাদের সহধর্মিণীগণ সানন্দে জান্নাতে প্রবেশ কর।

0 Comments