ছোট হোক বা বড় কিংবা অপরিচিত কাউকে আপনি বলে সম্বোধন করাটা হচ্ছে শিষ্টাচার।
তাই একজন দাঈ'র উচিত ছোট,বড় অপরিচিত জনকে 'আপনি' বলে সম্বোধন করা। প্রফেশনাল সম্বোধন হলো ‘আপনি’। নিজের থেকে কম বয়সী কাউকে তুমি করে বলা যায় তবে সেটা একান্ত পরিচিত ও আপনজন কেউ হলে। কিন্তু ঢালাওভাবে তুমি/তোমরা সম্বোধন করাটা অশোভনীয় ও খুব বিব্রতকর বিষয়। কারো সাথে বিতর্ক করতে হলেও উত্তম পন্থায় বিতর্ক করতে মহান আল্লাহ তা'য়ালা নির্দেশ দিয়েছেন। তিনি বলেন,
ادْعُ إِلَىٰ سَبِيلِ رَبِّكَ بِالْحِكْمَةِ وَالْمَوْعِظَةِ الْحَسَنَةِ ۖ وَجَادِلْهُمْ بِالَّتِي هِيَ أَحْسَنُ.
তোমর রবের পথে হিকমত ও সুন্দর উপদেশের মাধ্যমে আহবান কর এবং উত্তম পন্থায় তাদের সাথে বিতর্ক কর। (সূরা নাহল ১৬/১২৫)
আযহারী সাহেব ওয়াজ মাহফিলে তুমি/তোমরা বলে সম্বোধন করেন! বিষয়টি আমার কাছে অশোভনীয়, উত্তম পন্থার পরিপন্থী এবং অস্বাভাবিক শ্রুতিকটু মনে হয়েছে। ইতিমধ্যে অনেকে বিষয়টি সামনে এনেছেন।
আযহারী সাহেব শব্দ চয়নে অসাবধানতা, অসতর্কতা নিয়ে প্রচুর সমালোচনা আছে; যা কিছু ক্ষেত্রে বাড়াবাড়ি থাকলেও কিছু ক্ষেত্রে বাস্তব। সুতরাং তার ভাষা ও শব্দ চয়ন আরো সুন্দর, শোভনীয়, প্রাঞ্জল, সহজ ও সম্মানসূচক হওয়া কাম্য!
-------------------------
লেখক : প্রবন্ধ লেখক দাঈ শিক্ষক ও অনলাইন এক্টিভিষ্ট।
0 Comments