Recent Tube

রমাদান মাসে যা করণীয় নয়ঃ সংকলন: সাইফুল ইসলাম কাজল




রমাদান মাসে যা করণীয় নয়ঃ

রমাদান মাসের ফজিলত হাসিল করার জন্য এমন কিছু কাজ রয়েছে যা থেকে বিরত থাকা দরকার, সেগুলো নিম্নে   উপস্থাপন করা হলো।              

[  ] ১। বিলম্বে ইফতার করা।

[  ] ২। সাহরী না খাওয়া।

[  ] ৩। শেষর দশ দিন কেনা কাটায় ব্যস্ত থাকা।

[  ] ৪। মিথ্যা বলা ও অন্যান্য পাপ কাজ করা।

[  ] ৫। অপচয় ও অপব্যয় করা।

[  ] ৬। তিলাওয়াতের হক আদায় না করে কোরআন খতম করা।

[  ] ৭। জামা'আতের সাথে ফরজ সালাত আদায়ে অলসতা করা।

[  ] ৮। বেশি বেশি খাওয়া।

[  ] ৯। রিয়া বা লোক দেখানো ইবাদত করা।

[  ] ১০। বেশি বেশি ঘুমানো।

[  ] ১১। সংকট তৈরি করে জিনিস পত্রের দাম বৃদ্ধি করা।

[  ] ১২। অশ্লীল ছবি, নাটক দেখা।

[  ] ১৩। বেহুদা কাজে রাত জাগরণ করা।

[  ] ১৪। বিদ'আত করা।

[  ] ১৫। দুনিয়াবী ব্যস্তায় মগ্ন থাকা।


যে ব্যক্তি মিথ্যা বলা বর্জন করেনি, তাঁর এ সিয়াম আল্লাহ্‌র কোন প্রয়োজন নেই।                                    
حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ حَدَّثَنَا سَعِيدٌ الْمَقْبُرِيُّ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم مَنْ لَمْ يَدَعْ قَوْلَ الزُّورِ وَالْعَمَلَ بِهِ فَلَيْسَ للهِ حَاجَةٌ فِي أَنْ يَدَعَ طَعَامَهُ وَشَرَابَهُ
অর্থঃ আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে ব্যক্তি মিথ্যা বলা ও সে অনুযায়ী আমল বর্জন করেনি, তাঁর এ পানাহার পরিত্যাগ করায় আল্লাহ্‌র কোন প্রয়োজন নেই।
  সহিহ বুখারী, হাদিস নং ১৯০৩


কত রোযাদার আছে যাদের রোযার বিনিময়ে ক্ষুধা ছাড়া আর কিছুই জোটে না।         
حَدَّثَنَا عَمْرُو بْنُ رَافِعٍ حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ الْمُبَارَكِ عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم رُبَّ صَائِمٍ لَيْسَ لَهُ مِنْ صِيَامِهِ إِلَّا الْجُوعُ وَرُبَّ قَائِمٍ لَيْسَ لَهُ مِنْ قِيَامِهِ إِلَّا السَّهَرُ
অর্থঃ আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ কত রোযাদার আছে যাদের রোযার বিনিময়ে ক্ষুধা ছাড়া আর কিছুই জোটে না। কত সলাত আদায়কারী আছে যাদের রাত জাগরণ ছাড়া আর কিছুই জোটে না।
সুনানে ইবনে মাজাহ, হাদিস নং ১৬৯০ আহমাদ ৮৬৩৯, ৯৩৯২, দারেমী ২৭২০, বায়হাকী ৪/২৭০, মিশসাত ২০১৪। তাহকীক আলবানীঃ হাসান সহীহ। 


রমাদান মাসে নিজের গুনাহ মাফ  করাতেই হবে।

হাদীসে এসেছে,
وَرَغِمَ أَنْفُ رَجُلٍ أَتَى عَلَيْهِ شَهْرُ رَمَضَانَ فَلَمْ يُغْفَرْ لَهُ، وَرَغِمَ أَنْفُ رَجُلٍ»‬‎
যে ব্যক্তি রমাদান মাস পেলো অথচ তার গুনাহ মাফ করাতে পারল না তার নাক ধুলাই মলিন (ধ্বংস) হোক।
 শারহুস সুন্নাহ : ৬৮৯

আল্লাহু তাআলা আমাদেরকে রমাদানের সময়কে সঠিক ভাবে কাজে লাগিয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুন আমীন ছুম্মা আমিন।

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারাকাতোহু

Post a Comment

0 Comments