Recent Tube

আসুন সত্য জানি, সত্য মানি এবং সত্য অনুধাবন করি.....! মোহাম্মদ রুকুনুজ্জামান চৌধুরী।


আসুন সত্য জানি, সত্য মানি এবং সত্য অনুধাবন করি.....!
-------------------------------------------------- 
আসসালামু আলাইকুম /আদাব
বিশ্বায়নের যুগে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে দারপ্রান্তে দাড়িয়ে থাকা অনলাইন এক্টিভিটি করনেওয়ালা প্রিয় আলোচক, সমালোচক সহ সকল সম্মানিত,স্নেহাশিস সহযোদ্ধাদের উদ্দেশ্যে সবিনয় আবেদন , 
রাষ্ট্রের চলমান বিভিন্ন অনিয়ম, অসংগতি, কোনো কোনো রাজনৈতিক দলের রাজনৈতিক দেউলিয়াত্বপনা,ফ্যাসিবাদ কর্তৃক সৃষ্ট কৃত্রিম সংকটাপন্ন বাংলাদেশ ও হুমকির মুখে রেখে যাওয়া বাংলাদেশের সার্বভৌমত্ব এই কঠিনতর  বিপদসংকুল পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে, ৫৬ হাজার বর্গমাইলের সচেতন দায়িত্বশীল জনগণ, রাষ্ট্র ও সার্বভৌমত্ব নিয়ে আরোও চিন্তাশীল হওয়া এবিষয়ে স্টাডি করা এবং চলমান মাল্টি ক্রাইসিস বা সংকট দূরীকরণের প্রতিষেধক হিসেবে সংস্কার নামক মহৌষধ এখনই কি প্রয়োজন নয়? 

আসু অন্তত ফ্যাসিবাদের সৃষ্ট বিভিন্ন অনিয়ম ও দে-শ বিধ্বংসী বিভিন্ন আইন,সেক্টর, প্রতিষ্ঠান ও ব্যাক্তি, এস্টাবলিশমেন্টের যে মহা যজ্ঞ তারা করেছ,রেখে গেছে  তা চিহ্নিত করি যাহা ইতোমধ্যে চিহ্নিত হিসেব প্রমাণিত ও চলমান তা স্ব-মূলে ধ্বংস ক্ষেত্রবিশেষে আংশিক বা পুরোদমে সংস্কার করা কি জরুরি নয়?
আসুন দেশের জন্য আমাদের আগামী প্রজন্মের জন্য আমাদের বাচ্চাদের অনাগত ভবিষ্যতের জন্য আগামীর বাংলাদেশ একটি শান্তিময় সুশৃঙ্খল কল্যাণ রাষ্ট্রের দিকে নিয়ে যেতে আল্লাহর উপর ভরসা করে শপথ নেই এবং হিংসা, বিদ্বেষ ভুলে গিয়ে সে পথেই
হাটি আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আমাদেরকে তাওফিক দান করুন।

Post a Comment

0 Comments