Recent Tube

আমি হারিয়েছি পিতৃতুল‍্য অভিভাবক বাংলাদেশ হারালো প্রজ্ঞাবান এক নিখাঁদ দেশপ্রেমিক ও আইকনিক আইনজীবী। ----- এডভোকেট তাজুল ইসলাম।


আমি হারিয়েছি পিতৃতুল‍্য অভিভাবক বাংলাদেশ হারালো প্রজ্ঞাবান এক নিখাঁদ দেশপ্রেমিক ও আইকনিক আইনজীবী। 
--------------------------------------------------

ব‍্যারিষ্টার আব্দুর রাজ্জাকের সাথে আমার পথচলা ৩০ বছরের অধিক সময় ধরে। আইনের ছাত্র হিসেবে বিশ্ববিদ্যালয়ে থাকতেই যোগাযোগ ছিল, আইনজীবী হওয়ার পর সেটা বেড়েছিল বহুগুণ। একসাথে লড়াই করেছি, দূঃখ-যাতনা সয়েছি, আনন্দ-বেদনা শেয়ার করেছি।
#দেশ ও জাতি নিয়ে তার অনেক বড় স্বপ্ন ছিল, সুদূরপ্রসারী পরিকল্পনা ছিল। সেসব বাস্তবে রূপ দেয়ার আগেই আল্লাহ তাকে কাছে ডেকে নিলেন।



#নির্বাসিত জীবনে যতোবার বিদেশের মাটিতে দেখা হয়েছে - ততোবার দেশে ফেরার জন‍্য তার আকুতি লক্ষ‍্য করেছি। তিনি বলতেন Life in exile is not a life.
#মুক্ত স্বাধীন দেশে তিনি ফিরলেন কিন্তু ততোদিনে মরণব‍্যাধি বাসা বেঁধেছে শরীরে। জীবনের শেষ ক’টি দিন মাতৃভূমির রূপ রস গন্ধ আস্বাদনের জন‍্যই যেন আল্লাহ তাঁকে দেশে ফিরিয়ে আনলেন। দেশে এসে কয়েকদিন দাঁড়িয়েছিলেন  আদালতে। আমরা ভেবেছিলাম সেই চিরচেনা রূপে আবার তাঁকে দেখা যাবে সুপ্রিম কোর্টের এজলাসে। কিন্তু সেটা আর হয়ে উঠলোনা।


#হাসপাতালের বিছানায় শুয়ে অনেক কথা বলছিলেন আমার সাথে। কথা শেষ করে বিদায় নেবার আগে হাতটা ধরলেন। বিদায় বলতে গিয়েও বলতে পারলাম না। হাতটা ধরে বসে রইলাম দীর্ঘসময়। কেউ কোন কথা বলিনি।অশ্রুজলে আল্লাহর কাছে মনের আঁকুতি পৌঁছে দিয়েছি শুধু। সেদিনই  ছিল তাঁর সাথে আমার শেষ কথা বলা।


#তিনি আজ জীবনের সীমানা পেরিয়ে চলে গেছেন। আমাদের পিতৃতুল‍্য অভিভাবক হারিয়েছি আমরা। সুপ্রিম কোর্ট বার হারালো এক প্রজ্ঞাবান,মহাণ  আইকনিক একজন আইনজীবী । পরম করুণাময় আল্লাহ তায়ালা তাকে তার জীবনের অপরাধসমূহ ক্ষমা করুন এবং জান্নাতের সুশীতল ছায়ায় স্হান দিন। আমীন।

Post a Comment

0 Comments