Recent Tube

জেনে রাখি তেঁতুলের উপকারিতা।

তেঁতুল খেলে রক্ত পানি হয়ে যায়। তেঁতুল মস্তিষ্কের জন্য ক্ষতিকর। তেঁতুল সম্পর্কে সমাজে প্রচলিত এ ধারণাটি সম্পূর্ণ ভুল।

জেনে রাখি তেঁতুলের উপকারিতা:👎
১: হৃদরোগের জন্য উপকারী
২: উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে
৩: রক্তে কোলেস্টেরলের মাত্রা কমায়
৪: শরীরের মেদ কমায়
৫: হজমে সহায়তা করে
৬: পেটের বায়ু, হাত-পা জ্বালাপোড়ায় তেঁতুলের শরবত অনেক উপকারী
৭: তেঁতুল গাছের বাকল ক্ষতস্থান নিরাময়ে সহায়ক 
৮: বুক ধড়ফর করা, মাথা ঘোরানো রোগে তেঁতুল উপকারী
৯: আমাশয়,কোষ্ঠবদ্ধতা ও পেট গরমে উপকার করে
১০: পাকা তেঁতুল কাশি সারায়
১১: তেঁতুল পাতার রস কৃমিনাশক ও চোখ উঠা সারায়
১২: মুখে ঘা হলে তেঁতুলের পানিতে কুলি করলে উপকার পাওয়া যায়।
১৩: মস্তিষ্কের জন্য উপকারী
১৪: ক্যান্সারের জন্য উপকারী
১৫ তেঁতুলের সাথে রসুন খেলে রক্তের চর্বি কমে
১৬: তেঁতুল খিদে বাড়ায় বমি বমি ভাব দূর করে
১৭: তেঁতুলের পাতা ম্যালেরিয়া জ্বর সারায়।
১৮: শিশুদের পেটের কৃমি দূর করে
১৯: বাত ও জয়েন্টের ব্যথা দূর করে
~~~~~~~~~~~~

Post a Comment

0 Comments