Recent Tube

দেইখেন পরে আবার আমাদের দোষ দিয়েন না যেন- জিয়াউল হক।

দেইখেন পরে আবার আমাদের দোষ দিয়েন না যেন?
   --------------------------------- 
  দাদারা আজ ফরাসি প্রেসিডেন্ট ম্যাকরনের বন্দনায় মেতেছেন। এটা তাদের ব্যক্তিগত অধিকার। সেটা তারা করতেই পারেন। যেমনটা ক'দিন আগে ভারতের অনেক হিন্দুই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে পুঁজো অর্চনা করেছেন ভগবান জ্ঞানে। 

  তবে সমস্যা হলো, বেরসিক ট্রাম্প এইতো সেদিন সেই ভারতকেই 'ফিলদি' (Filthy) বা 'নোংরা' বলে কটাক্ষ করেছেন। আমি অবশ্য ট্রাম্পের এ ধরনের অসৌজন্যতামূলক বক্তব্যের ঘোরতর বিরোধি। কারণ, তার এ মন্তব্য আন্তর্জাতিক রাজনীতি ও কুটনৈতিক শিষ্ঠাচার বিবর্জিত।  
  আজ আবার দাদারা ফরাসি প্রেসিডেন্ট ম্যাকরোনকে নিয়ে মেতেছেন। আমি বরং ভয়ে আছি, ক'দিন পরে এই ম্যাকরোন ব্যাটা না আবার কি বলে বসে! আগে ভাগেই সাবধান করে দিচ্ছি আমাদের প্রতিবেশি দাদাদের; এই ব্যাটা ম্যাকরোনের মুখে কিন্তু কিছুই আটকায় না। সে খুবই বর্ণবাদী চরিত্রের একজন মানুষ। 
  বিশ্বাস না হয় প্যারিসে আপনাদের রাষ্ট্রদূত মি: জাভেদ আশরাফ থেকে জেনে নিয়েন। দেইখেন পরে আবার আমাদের দোষ দিয়েন না, বইলেন না যেন, প্রতিবেশি হয়েও সময় মতো একটু সাবধান করে দিতে পারলেন না! হাজার হলেও আমরা তো প্রতিবেশিই, তাই না!
---------------------------------------------------------
লেখকঃ ইসলামি চিন্তাবিদ গ্রন্থপ্রনেতা গীতিকার ও বিশ্লেষক। 

Post a Comment

0 Comments