মু. রুকুনুজ্জামান চৌধুরী।
অনেক কেন'র হয়না উত্তর
অনেক উত্তর নেই কেন?
কেনর প্রশ্নে কেনইবা আজ
কেনর কারণ নেই কেন?
এই কেন"র কেন
প্রশ্নটার আজ,
সঠিক উত্তর
নেই কেন?
দেখছি যারা বলছে কেন?
তাদের কাছেও নেই যেন।
এমন প্রশ্নে পাশ কাটানো
দায়িত্ববোধেও সেইম জেনো!?
প্রশ্নবিদ্ধ প্রশ্নের উত্তর
সৎ জ্ঞানিরা খুঁজতে হবে?
কেন এমন হচ্ছেনা আজ
মর্মকথা বুঝতে হবে।
জবাবদিহি করতে হবে,
কেউতো জবাব দিতেই হবে।
কেনর প্রশ্নে কেনর উত্তর
দিবার যে সে দিতেই হবে?
0 Comments