Recent Tube

ঈদ যখন অাঙ্গিনায়.. বন্যা তখন বারান্দায়, অভাব তখন টুল্লিতে.? রাজিন আল সালেহি।

ঈদ যখন অাঙ্গিনায়.. বন্যা তখন বারান্দায়, অভাব তখন টুল্লিতে.?


      সব মিলিয়ে এবারের কোরবানির ঈদ বানের পানির সাথে মহামারীর মিশ্রনে যে অভাবনীয় কষ্টের নীল দ্রবন তৈরি করেছে তাতে কষ্টের নীলাদ্রিতে সাঁতার কেটে ভেসে ভেড়ানো মানুষগুলো আমি,তুমি,সেই কতটা সুখে আছি তা জানতে হলে নিজের শরীরের দিকে লক্ষ্য করুন, আল্লাহ (সুবাঃ) আপনাকে আমাকে এখনও সুস্থ  সবল রেখেছেন,নেক হায়াত দিয়ে দুনিয়া উপভোগ করার, এবং এতসব কির্তীকান্ড দেখার সুযোগ ওপেন করে রেখেছেন....!!  তাই সমস্ত প্রশংসা মহান রবের জন্যই... আলহামদুলিল্লাহ। ত্যাগের মহিমায় মহিমান্বিত এ ঈদুল আযহার জৌলুশ ছড়িয়ে পড়ুক সবার মাঝে। লোক দেখানো ইবাদতের দৌড়ে কোরবানি দেওয়ার ক্যাপাবিলিটি (সক্ষমতা)র থেকে এ সমাজে ক্যাপাসিটি প্রদর্শন অনেকটা প্রেস্টিজ কনসার্স। বর্তমান সমাজে রোগটি মহামারী আকারে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে মুসলমানদের ইমানী অন্তরকে। কে কত টাকার গরু কিনলেন,কোরবানি দিলেন এটা দিয়ে তিনি তার রিজার্ভ ফান্ডের মুদ্রার রিজার্ভের হার কতটা হেলদি তা জানান দেন। অথচঃ মুদির দোকানের বাকি টাকাটা ছয়মাসেও শোধ করতে পারছেন না.....রড,সিমেন্টের ঘরের মহাজন প্রতিবার সনের চিটি পাটায়,যাবার জন্য টাকা থাকেনা, ওয়াজের মাঠে নাম ফুটানোর জন্যে এক হাজার ইট খাতায় এন্ট্রি আছে তিন বছর ধরে কমিটির কল রিসিভ করেন না..!! সেই মানুষগুলো কোরবানির হাটে কার থেকে কত্ত বড় গরু আনা যায় সেই প্রতিযোগিতার মনমানসিকতা লালন করে যাচ্ছেন বছরের পর বছর। সত্যি বলতে কি বর্তমানে নিজের বড়ত্ব প্রকাশ আর গোশতও খাওয়ার নামই কোরবানির ঈদ...!  অতপরঃ.....নিজের ভাগে বেশি রেখে দিয়ে 
ডিপ ফ্রিজে জমে জমে বরফ বাঁধা গরীবের হকের মাংসের পোটলা গুলো আপনাকে দেবে কোলেস্টেরল, হাই পেসার, যার ফজিলত দুনিয়াতে ভোগ করবেন আখেরাতের হিসাবটা রইলো মহান রবের নিকটে..!! 
মনে রাখবেন আল্লাহর কাছে আপনার বিশাল গরুর পশম,মাংস,রক্ত পৌঁছায় না... পৌঁছায় আপনার তাকওয়া....।।
----------------------------------------------

Post a Comment

0 Comments