Recent Tube

আড়চোখে করোনা দর্শন --নুর মুহাম্মদ চৌধুরী।



আড়চোখে করোনা দর্শনঃ
নুর মুহাম্মদ চৌধুরী। 

কোভিড কি করোনা
আসলে তা কিছুই না।
এতো এক তুচ্ছ কণা জীব।
শত আসে শত যায়-
জীবের জীবদ্দশায় -
তাই নিয়ে কেন উদগ্রীব? 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা -
হু'র এতো মাথা ব্যাথা-
করোনায় নাশে কার প্রাণ?
কেউতো যাবে না ছাড়া-
যার তরে আছে ধরা-
রথী মহারথী মহীয়ান।

এমন ছোঁয়াছে কত-
হয়েছে অতীতে গত-
ইতিহাসে আছে উপাখ্যান। 
তবে আজ বাড়াবাড়ী-
গিয়েছে তা সীমা ছাড়ি-
নিছক্ তা নিছক্ বয়ান।

জীবন মরন সে তো-
পাশাপাশি অবিরত -
চলমান ক্রীয়ায় সরব।
তার থেকে কৌশলে-
পার পাবে কূটবলে-
অসার কর্ম যতসব।

অপব্যাখ্যা অপকাজে-
রাজনীতি মজে আছে-
কলিকাল বলেই তো হায়,
আমরাও নির্বিকার-
কি আজ করিব আর-
দেখি বসে কোথায় গড়ায়?
--------------------------------------------
লেখকঃ একজন সাধাসিধে ডানপঅন্থী মুসলিম ও পেশায় ফার্মাসিস্ট      

Post a Comment

0 Comments