Recent Tube

আসুন নিজেকে বদলাই ,গীবত আর হুমাযাহ হতে বিরত থাকি.....? সালেহি রাজিন।

             
               আসুন নিজেকে বদলাই 
               গীবত আর হুমাযাহ হতে 
                         বিরত  থাকি.....?

    সাদা লুঙ্গি,সাদা পাঞ্জাবি আপনাকে সাদা মনের মানুষের স্বীকৃতি দেয় না যদি না আপনি সাদা মন তৈরী না করেন...!! 

  পাঁচ ওয়াক্ত নামাজ পাঁচ বার হজ্জ করে বেহেশত কেনা যায় না,মুখ,চোখ,আর লজ্জাস্হান কে যদি হেফাজতে না রাখতে পারেন...!!

  সাদা পোশাক, সাদা গাড়ি,গেইটে সাদা বিলেতি কুকুর, আপনার আভিজাত্যের অহংকার বা পরিচয় নয়,সু- চরিত্র বলে দিবে আপনার জন্মপরিচয়,কে তুমি....!!

           ক্ষমতা আর পয়সাওয়ালা ভেবে যা ইচ্ছে তা করবেন না মনে রাখবেন এস,আলম গ্রুপের চেয়ারম্যান ও শতশত কোটির মালিক ছিলেন....!!

অন্যের সমালোচনা বা হেয় করে কথা বলার আগে ভাবুন নিজের সম্মানটার স্থায়িত্ব কতদূর......!! 

কাঁচা টাকা আর কাঁচা সম্মান পেয়ে ভেবো না" মুই কি হনু রে" এটাত আপনার জন্য পরীক্ষা মাত্র....!!

    যে সম্মানে নিজেকে সম্মানিত ভাবুন তা অর্জনে এক যুগের ও বেশী সময় লেগেছে অথচঃ ১২ মিনিটে তা বিলীন করার মালিক আসমানে সমাসীন.......!!

     লোক দেখানোর জন্য এতে-কাফ, দান-সদকা,মসজিদে গমন করবেন না,এতে সম্মান হানী হওয়ার সম্ভাবনা তৈরী হয়.......!! 

   গর্ব,অহংকার, হামসে, তুমসে করে জমিনের উপর দিয়ে হেঁটো না..এই জমিনের পোকামাকড় ই তোমাকে ভক্ষন করিতে অপেক্ষমান আছে......!!

     মদ,নারী,জুয়া,স্ফুর্তী করে নিজেকে সাচ্চা ভেবোনা,মনে রাখিবে দুর্গন্ধ বাতাসের আগে ভেসে বেড়ায়.....!!

     পাশে থাকা মানুষ গুলো কিছু পাবার আশায় পিছনে পিছনে  ঘুরে, তাই বলে ভেবোনা তারা তোমাকে ভালোবাসে...!!  

    মহামারী, আল্লাহর গজব,আযাব কে ভয় করো, সে তোমার সাথের অনেক বড়ো বড়লোকদের কেও মৃত্যুর স্বাদ আস্বাদন করিয়ে দিয়েছে.......!!
------------------------------------------------
লেখকঃ প্রবন্ধ ও রম্য লেখক।       

Post a Comment

0 Comments