Recent Tube

মরুভূমির হাতছানি -২৩ মুহিউল ইসলাম মাহিম চৌধুরী

                                মরুভূমির হাতছানি  
                                 পর্ব-২৩,

 হজ্ব ভ্রমণ'-১৭
--------------------------------------  
 কা'বার পথে..
  মরুভূমির লু-হাওয়াকে দু'পাশে ঠেলে দিয়ে গাড়ী ক্রমশঃ এগুচ্ছে  কা'বার দিকে । কতক্ষণ পরপর হজ্জযাত্রীরা''লাব্বায়িকা অাল্লাহুম্মা লাব্বাইক'' ধ্বনিকে উচ্চকিত করছেন । নিজেও মনে মনে পড়ছি । বিশেষ করে গাড়ি যখন তার অবস্থা পরিবর্তন করছে তখন কিছুটা উচ্চ অাওয়াজে পড়ছি ''লাব্বাইকা অাল্লাহুম্মা লাব্বাইক ''। 
মাঝেমধ্যে মক্কার দূরত্ব অার কত তা দেখার চেষ্টা করছি । মদীনায় যাওয়ার সময় মনের ভেতরে কাজ করেছিলো একধরণের অাবেগ অার মক্কার যত কাছাকাছি হচ্ছি ততই কেন জানি এক অজানা ভয় কাজ করছে । এহরাম পরিহিত অবস্থায় অাল্লাহর ঘরের সামনে হাজিরা দেব ।  না জানি কোন বেয়াদবি হয়ে যায় । দোয়া করলাম ইয়া রাব্বী,তোমার পবিত্র ভূমিতে যেভাবে প্রবেশ করলে তুমি খুশী হবে  অামাকে ঠিক সেভাবে প্রবেশ করাও। 

সামনে তাকাচ্ছি বারবার ।  অনুভব করছি অামরা হয়তো পবিত্র নগরী মক্কার খুব কাছাকাছি চলে অাসছি । ইত্যবসরে দেখলাম উঁচু উঁচু পাহাড়ের গায়ে ঘরবাড়ি, রাস্তার অাশেপাশে দেখা যাচ্ছে দোকানপাট ।  বুঝতে পারলাম অামরা তাহলে সেই মক্কাতুল মুকাররামায় প্রবেশ করতে যাচ্ছি । যেই মক্কা নগরীতে পৃথিবীর প্রথম ভেসে উঠা ভূমিতে দাঁড়িয়ে অাছে পৃথিবীর প্রথম ঘর চিরকাংখিত  সেই খানায়ে কা'বা । যেই ঘরের দিকে অাঙ্গুলি নির্দেশ করে মহান অাল্লাহ বলেন, 
''অতঃপর তারা যেন এই ঘরের মালিকের ইবাদত করো''। (সূরা কোরাইশ)
পরবর্তী পর্বের জন্য অপেক্ষায় থাকুন;
------------------------------------------------
লেখকঃ কলামিস্ট ও প্রবন্ধ লেখক।          

Post a Comment

0 Comments