সূরা হিজর ;
সূরা নম্বরঃ ১৫,
আয়াত নম্বরঃ ৭৬;
وَاِنَّهَا لَبِسَبِيْلٍ مُّقِيْمٍ
উহা তো লোক চলাচলের পথিপার্শ্বে এখনও বিদ্যমান।
আয়াত নম্বরঃ ৭৭;
اِنَّ فِىْ ذٰلِكَ لَاٰيَةً لِّـلْمُؤْمِنِيْنَؕ
অবশ্যই ইহাতে মু'মিনদের জন্য রহিয়াছে নিদর্শন।
আয়াত নম্বরঃ ৭৮;
وَاِنْ كَانَ اَصْحٰبُ الْاَيْكَةِ لَظٰلِمِيْنَۙ
আর আয়কা'বাসীরাও তো ছিল সীমালংঘনকারী,
আয়াত নম্বরঃ ৭৯
فَانتَقَمْنَا مِنْهُمْۘ وَاِنَّهُمَا لَبِاِمَامٍ مُّبِيْنٍؕ
সুতরাং আমি উহাদেরকে শাস্তি দিয়াছি, অবশ্য উভয়টিই প্রকাশ্য পথিপার্শ্বে অবস্থিত।
আয়াত নম্বরঃ ৮০;
وَلَـقَدْ كَذَّبَ اَصْحٰبُ الْحِجْرِ الْمُرْسَلِيْنَۙ
হিজ্রবাসিগণও রাসূলদের প্রতি মিথ্যা আরোপ করিয়াছিল;
আয়াত নম্বরঃ ৮১;
وَاٰتَيْنٰهُمْ اٰيٰتِنَا فَكَانُوْا عَنْهَا مُعْرِضِيْنَۙ
আমি উহাদেরকে আমার নিদর্শন দিয়াছিলাম, কিন্তু উহারা তাহা উপেক্ষা করিয়াছিল।
আয়াত নম্বরঃ ৮২
وَكَانُوْا يَنْحِتُوْنَ مِنَ الْجِبَالِ بُيُوْتًا اٰمِنِيْنَ
উহারা পাহাড় কাটিয়া গৃহ নির্মাণ করিত নিরাপদ বাসের জন্য।
আয়াত নম্বরঃ ৮৩;
فَاَخَذَتْهُمُ الصَّيْحَةُ مُصْبِحِيْنَۙ
অতঃপর প্রভাত কালে মহানাদ উহাদেরকে আঘাত করিল।
আয়াত নম্বরঃ ৮৪;
فَمَاۤ اَغْنٰى عَنْهُمْ مَّا كَانُوْا يَكْسِبُوْنَؕ
সুতরাং উহারা যাহা অর্জন করিত তাহা উহাদের কোন কাজে আসে নাই।
0 Comments