Recent Tube

রাষ্ট্র থেকে ধর্ম তুলে দেয়ার লাভ ক্ষতির খতিয়ান। ইবনে যুবাইর।

          রাষ্ট্র থেকে ধর্ম তুলে দেয়ার               লাভ ক্ষতির খতিয়ানঃ

   বাংলাদেশে স্বাধীনতার পর সংবিধানে জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাকে প্রধান রাষ্ট্রীয় মূলনীতি হিসেবে গ্রহণ করা হয়।
রাষ্ট্র থেকে ইসলামকে বনবাসে পাঠানো হয়,নিষিদ্ধ করা হয় ধর্মভিত্তিক সমস্ত রাজনৈতিক দলকে।
এ দেশের জনগণ  যদি জানত যে, দেশ স্বাধীন হবার পর রাষ্ট্র থেকে ইসলামকে নির্বাসনে দেয়া হবে তবে কখনোই এ দেশের জনগণ স্বাধীনতা চায়তো না বা স্বতঃস্ফূর্তভাবে যুদ্ধ করত না।কারণ,৬ দফা ১২ দফা ১০০ দফা কোন দফার মধ্যে উল্লেখ ছিল না যে স্বাধীনতার পর রাষ্ট্র থেকে ধর্মকে নির্বাসন দেয়া হবে।

  জেনারেল জিয়াউর রহমান ক্ষমতায় এসে সংবিধানের পঞ্চম সংশোধনী আনেন এবং রাষ্ট্রীয় মূলনীতি হিসেবে ধর্মনিরপেক্ষতার স্থলে 'আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস' বাক্যটি সংযোজন করেন। জেনারেল এরশাদ ক্ষমতায় এসে ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে ঘোষণা দেন। পরবর্তী সরকারগুলো এই নীতি অনুসরণ করে।

   আজকে আবার জিকির উঠেছে,রাষ্ট থেকে ধর্মকে নির্বাসন দেয়ার জন্য।এতে যদি তারা সফল হয় তবে পরবর্তীতে ধর্মভিত্তিক দলগুলোকে নিষিদ্ধ করা পানির মত সহজ হয়ে যাবে এবং এমন একটি পরিস্হিতির জন্য জাতিকে প্রস্তুত থাকতে হবে যে,আজান নিষিদ্ধ,আরবীতে খুতবা নিষিদ্ধ হতে পারে; হিজাব,বোরকা এক কথায় ধর্মীয় রীতিনীতির উপর কঠোর নিষেধাজ্ঞা আসতে থাকবে।
-------------------------------------------  
লেখকঃ  ইসলামিক আর্টিকেল লেখক ও অনলাইন এক্টিভিস্ট।

Post a Comment

0 Comments