Recent Tube

ইসলামের দৃষ্টিতে মাতৃভাষা: ৷ মুহাম্মদ তানজিল ইসলাম।

  
          ইসলামের দৃষ্টিতে মাতৃভাষা:

  ভাষার আদি স্রষ্টা হলেন আল্লাহ তা'য়ালা। 
  কুরআনের ভাষায়:

عَلَّمَهُ ٱلْبَيَانَ 

    তিনিই শিখিয়েছেন মনের কথা প্রকাশ করতে।
(সূরা রহমান:৪)

     বৈচিত্র্যময় বিশ্বে বিভিন্ন জনপদে নানা ভাষা, বর্ণ ও গোত্রে বিভক্তি আল্লাহর অসীম কুদরত ও মহা তাৎপর্যময় সৃষ্টি। 

وَمِنْ ءَايَٰتِهِۦ خَلْقُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ وَٱخْتِلَٰفُ أَلْسِنَتِكُمْ وَأَلْوَٰنِكُمْۚ إِنَّ فِى ذَٰلِكَ لَءَايَٰتٍ لِّلْعَٰلِمِينَ 

    তাঁর নিদর্শনের মধ্যে হল, আসমানসমূহ ও যমীনের সৃষ্টি এবং তোমাদের ভাষা ও বর্ণের বিভিন্নতা। জ্ঞানীদের জন্য অবশ্যই এতে আছে বহু নিদর্শন। 
(সূরা রূমঃ২২)

    পৃথিবীর সকল ভাষায় আল্লাহর কাছে গুরুত্বের অধিকারী। আল্লাহ পবিত্র কুরআনে স্পস্ট ঘোষণা দিয়ে বলেনঃ


وَمَآ أَرْسَلْنَا مِن رَّسُولٍ إِلَّا بِلِسَانِ قَوْمِهِۦ لِيُبَيِّنَ لَهُمْۖ فَيُضِلُّ ٱللَّهُ مَن يَشَآءُ وَيَهْدِى مَن يَشَآءُۚ وَهُوَ ٱلْعَزِيزُ ٱلْحَكِيمُ 

     আমি কোন রসূলকেই তার জাতির ভাষা ছাড়া পাঠাইনি যাতে তাদের কাছে স্পষ্টভাবে (আমার নির্দেশগুলো) বর্ণনা করতে পারে। অতঃপর আল্লাহ যাকে ইচ্ছে পথহারা করেছেন, আর যাকে ইচ্ছে সঠিক পথ দেখিয়েছেন, তিনি বড়ই পরাক্রান্ত, বিজ্ঞানময়।
(সূরা ইব্রাহীম:৪)

   এ মহাগ্রন্থ কুরআনও যে মহামানবের মাধ্যমে অবতীর্ণ হয় তাঁর মাতৃভাষা আরবীতেই রচিত। এটা যদি মহানবী (সা) এর মাতৃভাষায়, তৎকালীন আরব বাসীর বোধগম্য ভাষায় রচিত না হতো তাহলে এটা প্রেরণের উদ্দেশ্য ব্যর্থ হতো। এ সম্পর্কে স্বয়ং আল্লাহ তা'য়ালা বলেনঃ 


قُرْءَانًا عَرَبِيًّا غَيْرَ ذِى عِوَجٍ لَّعَلَّهُمْ يَتَّقُونَ 

   আরবী ভাষায় (অবতীর্ণ) কুরআন, এতে নেই কোন বক্রতা (পেচানো কথা), যাতে তারা (অন্যায় অপকর্ম হতে) বেঁচে চলতে পারে। 
(যুমারঃ২৮)

إِنَّآ أَنزَلْنَٰهُ قُرْءَٰنًا عَرَبِيًّا لَّعَلَّكُمْ تَعْقِلُونَ 

 আমি তা অবতীর্ণ করেছি, আরবী ভাষার কুরআন, যাতে তোমরা ভালভাবে বুঝতে পারো।
(ইউসূফঃ২) 

পবিত্র কালামুল্লাহ থেকে মাতৃভাষার গুরুত্ব জানা যায়। সুতরাং মাতৃভাষা তুচ্ছ বা নিন্দনীয় নয়। কিন্তু বর্তমানে আমাদের দেশে মাতৃভাষার দোহায় দিয়ে এক প্রকার থাম্বা পূঁজা চলছে। এ থেকে বিরত না থাকতে পারলে এর ভয়ংকর পরিণতি একদিন ভোগ করতে হবে।
------------------------------------------------
লেখকঃ ইসলামি চিন্তাবিদ গ্রন্থপ্রনেতা ও মাওলানা।         

Post a Comment

0 Comments