গ্রন্থঃ সহীহ দুআ ও যিক্র
অধ্যায়ঃ সুন্নাহতে প্রার্থনামূলক দুআ
দুর্ঘটনাগ্রস্ত হওয়া থেকে মুক্তি পেতে
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَدْمِ، وَأَعُوذُ بِكَ مِنَ التَّرَدِّي، وَأَعُوذُ بِكَ مِنَ الْغَرَقِ، وَالْحَرَقِ، وَالْهَرَمِ، وَأَعُوذُ بِكَ أَنْ يَتَخَبَّطَنِيَ الشَّيْطَانُ عِنْدَ الْمَوْتِ، وَأَعُوذُ بِكَ أَنْ أَمُوتَ فِي سَبِيلِكَ مُدْبِرًا، وَأَعُوذُ بِكَ أَنْ أَمُوتَ لَدِيغًا
উচ্চারণঃ আল্লা-হুম্মা ইন্নী আউযু বিকা মিনাত তারাদ্দী অলহাদামি অলগারাক্বি অলহারাক্ব, অ আউযু বিকা আঁই য়্যাতাখাব্বাত্বানিয়াশ শাইত্বা-নু ইন্দাল মাউত। অ আউযু বিকা আন আমূতা ফী সাবীলিকা মুদবিরা। অ আউযু বিকা আন আমূতা লাদীগা।
অর্থঃ হে আল্লাহ! নিশ্চয় আমি পড়ে যাওয়া, ভেঙ্গে (চাপা) পড়া, ডুবে ও পুড়ে যাওয়া থেকে তোমার নিকট আশ্রয় প্রার্থনা করছি। মৃত্যুকালে শয়তানের স্পর্শ থেকে, তোমার পথে (জিহাদে) পৃষ্ঠপ্রদর্শন করে মরা থেকে এবং সর্পদষ্ট হয়ে মরা থেকেও আমি তোমার নিকট পানাহ চাচ্ছি। (আবু দাউদ ২/৯২, সহীহ নাসাঈ ৩/১১২৩)
http://www.hadithbd.com/shareqa.php?qa=11856
0 Comments