Recent Tube

আমরা আশাবাদি মাওলানা মামুনুল হকের মুখে থেকে ঐক্যর ডাক আসবে। ইবনে যুবাইর।

 আমরা আশাবাদি, মাওলানা মামুনুল হকের মুখে থেকে ঐক্যর ডাক আসবে।

    সম্প্রতি  মাওলানা মামুনুৃল হক মাওলানা বাবু নগরীকে সত্যের পক্ষে এবং আহমাদ শফি ও আনাসকে সত্যের বিপক্ষে দাঁড় করিয়ে দীর্ঘ এক ভাষণ দিয়েছেন।

  তাঁকে আরো এগিয়ে আসতে হবে।ইসলামের লেবাশে যারা আবদুল্লাহ ইবনে উবাই ও বিন সাবার মত ইসলামেরর মূল কেটে আগায় জল ঢালছে তাদের চেহেরাটা জাতির সামনে পরিস্কার করে দিতে হবে।পীর নামের ঈমানের ডাকাতদের বিরুদ্ধে বলতে হবে।

  ভারতের "র" আর জুব্বাধারী মুনাফিকরা জাতির রন্ধে রন্ধে প্রবেশ করে এই দেশ থেকে ইসলামকে মুছে ফেলার গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে।
 এদের শিকড় বাকড় উপড়ে ফেলার জন্য ঐক্যর বিকল্প নেই।জাতির ক্লান্তিলগ্নে আলেম সমাজকে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিতে হবে।আমরা আশাবাদি যে মাওলানা মামুনুল হকের মুখে থেকে ঐক্যর ডাক আসবে।

Post a Comment

0 Comments