Recent Tube

কেউ জানেনা তুমরা কারা? মু. রু কু নু জ্জা মা ন চৌ ধু রী।



কেউ জানেনা তুমরা কারা?
মু. রু কু নু জ্জা মা চৌ ধু রী।
---------------------------------- 

নিজের স্বার্থ দেখলে পরে
নীতিবাক্য তোমরা বলো
নিজের স্বার্থে আসলে আঘাত
পাশ কাটিয়ে তোমারা চলো।

দুর্নীতিকে তোমরা পোষ
নীতির কথায় তোমরা হাস
নিজের ভালো দেখলে কিছু
দুর্নীতিও ঢের ভালোবাস।

সবসময়ই তোমরা ভালো
তোমরা কোন দোষ করনা
হাজার দোষের জন্মদিয়েও
তোমরা কিন্ত দোষি হওনা।

ভূল করেও চাপার বলে
ভূলকে তোমরা সঠিক চালাও
নিজের ভূলে অন্য তালে 
দূষ চাপাতে খুউব মজা পাও।

তোমরা ওরা হাত মিলিয়ে 
করছো মিলে দুষ্ক্রীতি কাজ
নীতি ভরা নষ্টামি সব
আবরণে বুস্টুমি সাঁজ।

তোমরা কারা ওরা কারা?
কওতো দেখি তোমরা কারা?
কেউ জানেনা তোমরা কারা,
তোমরা-ই-তো আসল ওরা

সময় আছে ঘুরে দাড়াও,
থাকতে সময় ঠিক হয়ে যাও
চলার পতে কাজের সাথে,
চরিত্রটার মিল করে নাও
---------------------------------
লেখকঃ হিসাবের কেউ না।
 

Post a Comment

0 Comments