মাকাল ফল
★★★★★
ওরে মানুষ কোথায়, শুধুই দেখি
রঙিন মাকাল ফল,
বাহিরে রঙিন ভিতরে কালো
অধিক মানুষই খল!
রূপের ছটায় ঝিলিক মারে
ভেতরে অন্ধকার,
ওরে মনের মধ্যে শুধুই কাদা
মানুষ পাওয়াই দুস্কর।
আষ্টে পিষ্টে গাছকে ঢাকে
যেমন মাকাল লতা,
দুনিয়ার হাল সেই গাছের মতো
যায় না দেখা আর পাতা।
পৃথিবী জুড়ে রাজ করে আজ
রঙিন মাকাল ফল,
ওরে মানুষ নয়রে, শুধুই দেখি
হিংস্র পশুর দল।
---------------------------------
লেখকঃ ইসলামিক আর্টিকেল লেখক ও অনলাইন এক্টিভিস্ট।
0 Comments