Recent Tube

হাত পা আমাদের শিকলে বাঁধা। বাড়িতে বৌ বাচ্ছা আছে,চাকরি চলে গেলে খাব কি? ইবনে যুবাইর।

 হাত পা আমাদের শিকলে বাঁধা। বাড়িতে বৌ বাচ্ছা আছে,চাকরি চলে গেলে খাব কি?


  আইন আর শাসন গেছে ঘুরতে। আদালত দাঁড়িয়ে আছে অপরাধীদের খালাস রায় লিখতে।আইন মাকড়শার জালের মত।এখানে দূর্বলরা আটকে যায় আর সবলরা জাল ছিড়ে বেরিয়ে যায়।

  আদালতের জজ সাহেবদের গল্প শুনুন,  তারা আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগ করে,তারা সোনার ছেলে,প্রতিদিন দু দশটা ধর্ষণ তো করবেই।তাই বলে বিচার চায়তে হবে কেন?.
বিচার চাহিয়া লজ্জা দিবেন না।

  হাত পা আমাদের শিকলে বাঁধা। বাড়িতে বৌ বাচ্ছা আছে,চাকরি চলে গেলে খাব কি?
কৈ, জননীর সন্তানরা যখন বলৎকার করে তখন তো তোমাদের রাস্তায় দেখি না। কেন,আওয়ামী লীগ করে বলেই কি তাদের আশা আকাঙ্খা নেই,থাকতে পারে না?

 ভিকটিমকে উকিলের প্রশ্ন,বিবাদী তোমার শরীরের কোন কোন জায়গায় হাত দিয়েছিল?কতদিন আগে থেকে তোমার সাথে সম্পর্ক ছিল?সে সময় তুমি আত্নরক্ষার জন্য চেঁচাওনি কেন?চেঁচামিচি যদি করেছিলে তবে তেমাকে বাঁচানোর জন্য কেউ এগিয়ে আসেনি কেন? হাজারো কেন'র উত্তর দিতে গিয়ে ভিকটিম ক্লান্ত শ্রান্ত।

 আমি আর বিচার চাই না মা,কুত্তা সামলা। কুয়াতে মরা বিড়াল রেখে সাত বালতি পানি তুলে ফেললে পানি পাক হয়ে যায় না-রে পাগলা।মরা বিড়ালটা তুলে ফেলার ব্যবস্হা থাকলে করো,না হয় নাপাক পানি দিয়েই ওজু গোসল সারো।
---------------------------------------------------------------
লেখকঃ ইসলামিক আর্টিকেল লেখক ও অনলাইন এক্টিভিস্ট।          

Post a Comment

0 Comments