Recent Tube

ধর্মহীন নাস্তিকসহ সবার কাছে আল্লাহ তাআ'লার জিজ্ঞাসা। -- শামীম আজাদ।


ধর্মহীন নাস্তিকসহ সবার কাছে আল্লাহ তাআ'লার জিজ্ঞাসা।
--------------------------------- 

أَمْ خُلِقُوا مِنْ غَيْرِ شَيْءٍ أَمْ هُمُ الْخَالِقُونَ أَمْ خَلَقُوا السَّمَاوَاتِ وَالأرْضَ بَل لا يُوقِنُونَ 
তারা কি স্রষ্টা ছাড়া সৃষ্টি হয়েছে নাকি তারাই স্রষ্টা? তারা কি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছে? বরং তারা দৃঢ় বিশ্বাসী নয়। 
সূরা আত-তুরঃ ৩৫-৩৬

أَفَرَأَيْتُمْ مَا تُمْنُونَ أَأَنْتُمْ تَخْلُقُونَهُ أَمْ نَحْنُ الْخَالِقُونَ 
তোমরা কি ভেবে দেখেছ, তোমরা যে বীর্যপাত করছ সে সম্পর্কে? তোমরা কি তা সৃষ্টি কর, নাকি আমিই তার স্রষ্টা? 
সূরা ওয়াকি’আঃ ৫৮-৫৯

أَفَرَأَيْتُمْ مَا تَحْرُثُونَ أَأَنْتُمْ تَزْرَعُونَهُ أَمْ نَحْنُ الزَّارِعُونَ
তোমরা কি ভেবে দেখেছ, তোমরা যে বীজ বপন কর সে সম্পর্কে? তোমরা কি তার অঙ্কুরিত কর, নাকি আমি অঙ্কুরিত করি?
সূরা ওয়াকি’আঃ ৬৩-৬৪

أَفَرَأَيْتُمُ الْمَاءَ الَّذِي تَشْرَبُونَ أَأَنْتُمْ أَنْزَلْتُمُوهُ مِنَ الْمُزْنِ أَمْ نَحْنُ الْمُنْزِلُونَ
তোমরা কি ভেবে দেখেছ, তোমরা যে পানি পান কর সে সম্পর্কে? তোমরা কি তা মেঘ থেকে বষর্ণ কর নাকি আমি বষর্ণকারী?
সূরা আল-ওয়াকি’আঃ ৬৮-৬৯

أَفَرَأَيْتُمُ النَّارَ الَّتِي تُورُونَ أَأَنْتُمْ أَنْشَأْتُمْ شَجَرَتَهَا أَمْ نَحْنُ الْمُنْشِئُونَ
তোমরা কি ভেবে দেখেছ, তোমরা যে আগুন জ্বালাও সে সম্পর্কে? তোমরা কি তার জ্বালানি উৎপাদন কর, নাকি আমি উৎপাদন করি? 
সূরা ওয়াকি’আঃ ৭১-৭২

أَمْ مَنْ هَذَا الَّذِي يَرْزُقُكُمْ إِنْ أَمْسَكَ رِزْقَهُ بَلْ لَجُّوا فِي عُتُوٍّ وَنُفُورٍ
নাকি কেউ এমন আছে, যে তোমাদেরকে রিযিক দান করবে, যদি আল্লাহ তাঁর রিযিক বন্ধ করে দেন, বরং তারা অবাধ্যতা ও সত্য পরিহারে অবিচল রয়েছে?
সূরা আল-মুলকঃ ২১

هَلْ مِنْ خَالِقٍ غَيْرُ اللَّهِ يَرْزُقُكُمْ مِنَ السَّمَاءِ وَالأرْضِ لا إِلَهَ إِلا هُوَ فَأَنَّى تُؤْفَكُونَ 
আল্লাহ ছাড়া কোন স্রষ্টা আছে কি? যিনি তোমাদেরকে আসমান ও যমীন থেকে রিযিক্ব দেন, তিনি ব্যতীত কোন (সত্য) উপাস্য নেই, তবুও তোমাদেরকে কোথায় ফিরানো হচ্ছে?
সূরা ফাতিরঃ ৩

নবীর মাধ্যমে জিজ্ঞাসা;

قُلْ أَرَأَيْتُمْ إِنْ جَعَلَ اللَّهُ عَلَيْكُمُ اللَّيْلَ سَرْمَدًا إِلَى يَوْمِ الْقِيَامَةِ مَنْ إِلَهٌ غَيْرُ اللَّهِ يَأْتِيكُمْ بِضِيَاءٍ أَفَلا تَسْمَعُونَ
হে নবী, আপনি জিজ্ঞেস করুন, তোমরা কি ভেবে দেখছ, যদি আল্লাহ রাতকে তোমাদের উপর কেয়ামত পর্যন্ত স্থায়ী করে দেন, তবে আল্লাহ ছাড়া কোন উপাস্য আছে কি, যে তোমাদেরকে আলো এনে দেবে? তবুও কি তোমরা কর্ণপাত করবে না?  
সূরা কাসাসঃ ৭১

قُلْ أَرَأَيْتُمْ إِنْ جَعَلَ اللَّهُ عَلَيْكُمُ النَّهَارَ سَرْمَدًا إِلَى يَوْمِ الْقِيَامَةِ مَنْ إِلَهٌ غَيْرُ اللَّهِ يَأْتِيكُمْ بِلَيْلٍ تَسْكُنُونَ فِيهِ أَفَلا تُبْصِرُونَ
হে নবী, আপনি জিজ্ঞেস করুন, তোমরা কি ভেবে দেখছ, যদি আল্লাহ দিনকে কেয়ামত পর্যন্ত স্থায়ী করেন, আল্লাহ ছাড়া কোন মাবুদ আছে কি, যে তোমাদেরকে রাতকে এনে দেবে, যাতে তোমরা বিশ্রাম করবে? তবুও কি তোমরা ভেবে দেখবে না?
সূরা কাসাসঃ ৭২

قُلْ أَرَأَيْتُمْ إِنْ أَصْبَحَ مَاؤُكُمْ غَوْرًا فَمَنْ يَأْتِيكُمْ بِمَاءٍ مَعِينٍ
হে নবী, আপনি জিজ্ঞেস করুন, “তোমরা কি ভেবে দেখছ, যদি তোমাদের পানি ভূগর্ভের তলদেশে চলে যায়, তাহলে কে তোমাদেরকে প্রবহমান পানি এনে দেবে”।
সূরা মুলকঃ ৩০

قُلْ أَرَأَيْتُمْ إِنْ أَخَذَ اللَّهُ سَمْعَكُمْ وَأَبْصَارَكُمْ وَخَتَمَ عَلَى قُلُوبِكُمْ مَنْ إِلَهٌ غَيْرُ اللَّهِ يَأْتِيكُمْ بِهِ انْظُرْ كَيْفَ نُصَرِّفُ الآيَاتِ ثُمَّ هُمْ يَصْدِفُونَ
হে নবী, আপনি জিজ্ঞেস করুন, “তোমরা কি ভেবে দেখছ, যদি আল্লাহ তোমাদের শ্রবণশক্তি ও দৃষ্টিশক্তি কেড়ে নেন এবং তোমাদের অন্তরে মোহর এঁটে দেন, আল্লাহ ছাড়া কোন ইলাহ আছে কি যে, তোমাদেরকে তা ফিরিয়ে দেবে?” লক্ষ্য কর, কেমন ভাবে আমি বিভিন্নরূপে নিদর্শনসমূহ বর্ণনা করি, এরপরও তারা বিমুখ হচ্ছে।
সূরা আন‘আমঃ ৪৬

ذَلِكُمُ اللَّهُ رَبُّكُمْ خَالِقُ كُلِّ شَيْءٍ لا إِلَهَ إِلا هُوَ فَأَنَّى تُؤْفَكُونَ
সেই আল্লাহই, তোমাদের প্রতিপালক, সব কিছুর স্রষ্টা, তিনি ছাড়া কোন (সত্য) উপাস্য নেই, তবুও তোমাদেরকে কোথায় ফিরানো হচ্ছে?
সূরা গাফের/মুমিনঃ ৬২

উপরের আয়াতগুলিতে আল্লাহর রুবুবিয়্যাত বা প্রভুত্ব ও কর্তৃত্বের সাথে সাথে তাঁর অস্তিত্বের প্রমাণ দেওয়া হয়েছে, তাই যারা নাস্তিক ও ধর্মহীন, তারা এই প্রশ্নগুলির দিকে দৃষ্টিপাত করুক এবং চিন্তা-ভাবনা ও গবেষণা করুক। আল্লাহ বলেছেন-
أَمْ خُلِقُوا مِنْ غَيْرِ شَيْءٍ أَمْ هُمُ الْخَالِقُونَ  
তারা কি স্রষ্টা ছাড়া সৃষ্টি হয়েছে নাকি তারাই স্রষ্টা?
সূরা আত-তুরঃ ৩৫

আমাদেরও জিজ্ঞাসা, কে তাদের সৃষ্টি করল নাকি তারাই সৃষ্টিকর্তা? উত্তরে হয়ত তারা বলবে, ‘সবকিছু প্রাকৃতিক’। তাহলে আমাদের জিজ্ঞাসা, প্রাকৃতি কে সৃষ্টি করল? আল্লাহ পরবর্তী আয়াতে বলেছেন-

 أَمْ خَلَقُوا السَّمَاوَاتِ وَالأرْضَ بَل لا يُوقِنُونَ 
তারা কি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছে? 
সূরা আত-তুরঃ ৩৬

আমাদেরও জিজ্ঞাসা, কে আকাশ ও পৃথিবী অর্থাৎ প্রাকৃতি সৃষ্টি করেছে? আমাদের উত্তর, ‘আল্লাহ’। আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন- 
بَل لا يُوقِنُونَ 
আসলে তারা দৃঢ় বিশ্বাসী নয়, 
সূরা আত-তুরঃ ৩৬
--------------------------------------------------------------- 
লেখকঃ ইসলামিক আর্টিকেল লেখক ও অনলাইন এক্টিভিস্ট। 

Post a Comment

0 Comments