Recent Tube

গার্ডিয়ান পাবলিকেশন্স এর চমৎকার বই ইসলামি রাজনীতির ব্যবচ্ছেদ’ পড়তে দেওয়া উচিত বা নিজ দায়িত্বে পড়ে নেওয়া জরুরী। ৷ সানাউল্লাহ মোঃ কাওসার।

গার্ডিয়ান পাবলিকেশন্স এর চমৎকার বই ইসলামি রাজনীতির ব্যবচ্ছেদ’ পড়তে দেওয়া উচিত বা নিজ দায়িত্বে পড়ে নেওয়া জরুরী।                

সেদিন ‘টক-শো’তে হযরত মাওলানা 'মুশা কবির' হুজুর ‘রাজনীতি’র আরবি ‘সিয়াসাত’ শব্দটি কুরআনের কোথায় আছে বলতে বলেছিলেন মামুনুল হক সাহেবকে চ্যালেঞ্জ করে! আলেমটি অত্যন্ত প্রজ্ঞার সাথে সেদিন জবাব দিয়েছিলেন। 
  তবে...যদি মুহাক্কিক শা. কবির কেবলা হুজুরকে একটু টক করে এভাবে বলতেন তাহলে কেমন হতো-

   “বাংলাদেশ সহ সমগ্র বিশ্বের মানুষ আপনাকে চেনেন ‘মুরগী কবির’ হিসেবে। আপনি আপনার শিক্ষাগত যোগ্যতার কোনো একটি সার্টিফিকেটে কি আপনার নামের সাথে ‘মুরগী’ শব্দটি দেখাতে পারবেন! সুতরাং ‘সিয়াসাত’ শব্দটি হুবহু না থাকলেও অন্তত কুরআনের এক-তৃতীয়াংশ জুড়ে শাস্তি আইনের কথা রয়েছে। সিমিলার অনেক শব্দ রয়েছে রাজনীতির স্বপক্ষে। আপনাকে যেমন মুরগী হিসেবে চেনেন সার্টিফিকেটে না থেকেও: ঠিক তেমনিভাবে পুরো কুরআনটাই রাজনীতির একটি সংবিধান।”

    টক-শো তে কেউ মধুর হাঁড়ি নিয়ে যায় কেউবা আবার প্রজ্ঞা নিয়ে। কাউকে ‘টক’ নিয়ে যেতে না দেখলেও অনেক প্রজ্ঞাবান আলেম কথায় ‘ঠক’ ঝাড়েন।

    ইসলামি সমমনা দলগুলির আদর্শিক মতবিরোধ সত্যিকারার্থে থাকার কথা নয়। তথাপি মতের অমিল থাকলেও আব্বাসী সাহেবদের মত করে যদি প্রতিটি আলেম সম্প্রদায় এক প্লাটফর্ম এ আসার চেষ্টা করতো তবে কতই না ভালো হতো! 

  পাশাপাশি “ইসলামি রাজনীতি” নিয়ে যারা হাইড্রোফোবিয়া রোগীর মত লাফাচ্ছে, তাদেরকে অন্তত একবার গার্ডিয়ান পাবলিকেশন্স এর চমৎকার বই ‘ইসলামি রাজনীতির ব্যবচ্ছেদ’ পড়তে দেওয়া উচিত বা নিজ দায়িত্বে পড়ে নেওয়া জরুরী।  বইটির ভেতরে লেখক Ehsanul Haque Jasim এসব জলাতঙ্ক রোগীর ভ্যাকসিন কতটা চমৎকারভাবে দিয়েছেন তা ভাষায় প্রকাশ সত্যিই অসম্ভব!

Post a Comment

0 Comments