Recent Tube

মরুভূমির হাতছানি-৩০ ; --মুহিউল ইসলাম মাহিম চৌধুরী ;

  
           
           মরুভূমির হাতছানি। 
                                পর্ব-৩০;


বাইতুল্লাহ,মসজিদে হারাম ও মক্কা নগরীর গুরুত্ব;
___________________________________

  পবিত্র মক্কা নগরী । এখান থেকেই ইসলামের যাত্রা শুরু হয়েছিল । এখানে রয়েছে রয়েছে সেই কা'বা যেখান থেকে পৃথিবী নামক গ্রহের গোড়াপত্তন হয়েছিল । 

  আল্লাহ তা’য়ালা এ মক্কা শহরকে অসংখ্য ফজিলত পূর্ণ স্থান ও স্পষ্ট নিদর্শনাবলীর মাধ্যমে বৈশিষ্ট্যমন্ডিত করেছেন। 
তাঁর প্রধান নিদর্শন হলো বাইতুল্লাহ বা অাল্লাহর ঘর । 

   প্রতিদিন বায়তুল্লাহর ওপর ১২০টি রহমত নাজিল হয় ।  এর মধ্যে ৬০টি রহমত শুধু তাওয়াফকারীদের জন্য; ৪০টি মাসজিদুল হারামের মধ্যে নামাজ আদায়কারীদের জন্য এবং অবশিষ্ট ২০টি ওইসব (সৌভাগ্যবান) লোকের জন্য যারা (আবেগ ও ভালোবাসায়) বায়তুল্লাহর দিকে তাকিয়ে থাকে।’ ----বায়হাকি।

   হযরত ইবনে উমার (রা) থেকে বর্ণিত রাস‚ল (সা) বলেন, স্বল্প সংখ্যক ও অপরিচিত অবস্থায় ইসলামের স‚চনা হযয়েছিল, অচিরেই তা আবার স‚চনালগ্নের ন্যায় গরিবী অবস্থায় ফিরে আসবে এবং তা উভয় মসজিদের (মক্কা ও মদিনার) মধ্যবর্তী এলাকায় গুটিয়ে আসবে যেমন সাপ তার গর্তের দিকে গুটিয়ে আসে” (মুসলিম:১/১৩৩)। হযরত আনাস (রা) থেকে বর্ণিত রাস‚ল (সা) বলেন, মক্কা ও মদিনা ব্যতীত এমন কোন শহর নেই যা দাজ্জাল পদদলিত করবে না। মক্কা ও মদীনার প্রতিটি প্রবেশ পথেই ফেরেশতারা সারিবদ্ধ হয়ে পাহারারত থাকবে” (বুখারী:৪/৯৫, মুসলিম:৪/২২৬৫)-
চলবে..... ইনশাআল্লাহ। 
--------------------------------- 
লেখকঃ ইসলামিক আর্টিকেল লেখক, কলামিস্ট  ও অনলাইন এক্টিভিস্ট। 

Post a Comment

0 Comments