Recent Tube

রাষ্ট্রশক্তি ব্যতীত শিরক কুফুর অপসরণ করা কি সম্ভব? তানজিল ইসলাম।


 
রাষ্ট্রশক্তি ব্যতীত শিরক কুফুর অপসরণ করা কি সম্ভব?
-------------------------------------
আমরা বলে আসছি, ইকামতে দ্বীন মানে ইসলামের সকল আইন প্রতিষ্ঠা করা অর্থাৎ শিরক কুফুরকে অপসরণ করে হালালকে হালাল হিসাবে, হারামকে হারাম হিসাবে প্রতিষ্ঠা করা।  আর এ জন্য ইসলামী রাষ্ট্র কায়েম করা অপরিহার্য। তখন ইকামতে দ্বীন বিরোধী এক শ্রেণীর দরবারী ভাইয়েরা আমাদের ক্ষমতা দখলকারী অপবাদ দিয়ে বললেন, ইকামতে দ্বীন মানে তওহীদ প্রতিষ্ঠা। সেই সব ভাইয়েরা আজ কোথায়? বাংলাদেশে এখন তওহীদের কি অবস্থা? আপনারা কি বাংলার জমিন থেকে মূর্তি অপসরণ করে তওহীদ কায়েম করে ফেলেছেন? 
.
ইসলামী রাষ্ট্র ছাড়া শিরক কুফুর অপসরণ করে তওহীদ প্রতিষ্ঠা করা সম্ভব নয়। এর কারণ বর্ণনা করতে গিয়ে ইমাম শানক্বীতী বলেনঃ
ولان الله تعالي قد يزع بالسلطان ما لا يزعه بالقران. كما قال الله: لَقَدْ أَرْسَلْنَا رُسُلَنَا بِالْبَيِّنَاتِ وَأَنْزَلْنَا مَعَهُمُ الْكِتَابَ وَالْمِيزَانَ لِيَقُومَ النَّاسُ بِالْقِسْطِ ۖ وَأَنْزَلْنَا الْحَدِيدَ فِيهِ بَأْسٌ شَدِيدٌ وَمَنَافِعُ لِلنَّاسِ وَلِيَعْلَمَ اللَّهُ مَنْ يَنْصُرُهُ وَرُسُلَهُ بِالْغَيْبٌِۚ- فيه اشارة الي اعمال السيف عند الاباء بعد اقامة الحجة- 
কেননা ইমামের নেতৃত্বে এমন কিছু কাজ করা সম্ভব যা কুরআন দ্বারা সম্ভব হয় না। যেমন আল্লাহ বলেনঃ "আমি আমার রাসূলদেরকে স্পষ্ট প্রমাণাদিসহ পাঠিয়েছি এবং তাদের সাথে কিতাব ও মানদন্ড নাযিল করেছি, যাতে মানুষ সুবিচার প্রতিষ্ঠা করে। আমি আরো নাযিল করেছি লোহা, তাতে প্রচন্ড শক্তি ও মানুষের জন্য বহু কল্যাণ রয়েছে। আর যাতে আল্লাহ জেনে নিতে পারেন, কে না দেখেও তাঁকে ও তাঁর রাসূলদেরকে সাহায্য করে।" (হাদীদঃ২৫) এই আয়াতে ইঙ্গিত আছে যে, যদি দলিল প্রমাণ কায়েম করার পরেও কাজ না হয় তাহলে তরবারি কাজে লাগাতে হবে। (আদওয়াউল বায়ান ১/২৩)
.
বর্তমান তো কুরআন হাদীসের অনেক দলিল প্রমাণ পেশ করে বলা হচ্ছে যে, ইসলামের দৃষ্টিতে মূর্তি ও ভাস্কর্যের একই বিধান, আর তা হল- হারাম ও শিরক। আজ কি দলিল প্রমাণ পেশ করে কোন কাজ হচ্ছে? হচ্ছে না। কারণ, শিরক ও হারাম উচ্ছেদ করতে হলে রাষ্ট্রশক্তির প্রয়োজন। হাদীস থেকেও এরই সমর্থন পাওয়া যায়ঃ
ان الله ليزع بالسلطان ما لايزع بالقران.
“আল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতা বলে এমনসব জিনিসের উচ্ছেদ ঘটান কুরআনের মাধ্যমে যেগুলোর উচ্ছেদ ঘটান না।”(ইবনে কাসীর)
-----------------------------------------------------------------
লেখকঃ  ইসলামি  চিন্তাবিদ  গ্রন্থপ্রনেতা আলোচক  ও  দাঈ। 

Post a Comment

0 Comments