Recent Tube

কেন এই বিতি কিচ্ছা ? নুর মুহাম্মদ চৌধূরী (মুবিন)।

কেন এই বিতি কিচ্ছা ?
-----------
নুর মুহাম্মদ চৌধূরী (মুবিন)
----------------------------
নাই যার আগা , মাথা- 
অগোছালো কিছু কথা,-
যখন ইচ্ছা যাহা গাই।

সময়ের আবেদনে,
লিখি তা, যা আসে মনে-
"বিতিকিচ্ছা" নাম তার তাই। 

কখনও তা সমাজের-
কিবা রোজা নামাজের,
কিবা আপনারে নসিহত,
 
এরই মাঝে দিন রাত--
হয়ে যায় কোপকাত--
কে বলে বেহুদা কসরত ?

তবু বলি খামখা তা,
অযথা অযুত কথা-
কেবা তারে দেখে রেখে চোখ,

তথাপি নেশার ঘোরে-
বাজাই তা অগোচরে-
ক্ষীন তবু ছড়াক্ আলোক।

সোস্যাল মিডিয়ায় আজ-
ছোট খাটো কারুকাজ-
আলোর পরশে হয় স্ফীত,

তাইতো কলমটারে-
ছাড়িনি রেখেছি ধরে-
"বিতিকিচ্ছা" হবে একশত।

Post a Comment

0 Comments