Recent Tube

নবীদের নেতৃত্ব গ্রহণ করার আহ্বান। শামীম আজাদ।


               নবীদের নেতৃত্ব গ্রহণ  
         করার আহ্বান।

     হযরত নূহ (আ.) তাঁর জাতির উদ্দেশ্যে বলেনঃ
فَاتَّقُوا اللَّهَ وَأَطِيعُونِ
তােমরা আল্লাকে ভয় কর এবং আমার আনুগত্য মেনে নাও। 
সূরা শােয়ারাঃ ১১০

    হযরত হুদ (আ.) তাঁর জাতিকে আহবান করে বলেন:
إِنِّي لَكُمْ رَسُولٌ أَمِينٌ، فَاتَّقُوا اللَّهَ وَأَطِيعُونِ
আমি তােমাদের জন্য একজন বিশ্বস্ত রাসূল। তােমরা আল্লাকে ভয় করে চল এবং আমার আনুগত্য মেনে নাও। 
সূরা শােয়ারাঃ ১২৫-১২৬

      হযরত ছালেহ (আঃ) তার জাতির উদ্দেশ্য বলেনঃ
إِنِّي لَكُمْ رَسُولٌ أَمِينٌ, فَاتَّقُوا اللَّهَ وَأَطِيعُونِ
আমি তােমাদের জন্য একজন বিশ্বস্ত রাসূল। তােমরা আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য গ্রহণ কর। 
সূরা শােয়ারাঃ ১৪৩-১৪৪

     হযরত লুত (আঃ) তাঁর জাতিকে বলেনঃ
إِنِّي لَكُمْ رَسُولٌ أَمِينٌ, فَاتَّقُوا اللَّهَ وَأَطِيعُونِ
আমি তােমাদের জন্য আমানতদার নবী। তােমরা আল্লাকে ভয় কর এবং আমার আনুগত্য মেনে নাও। 
সূরা শােয়ারাঃ ১৬২-১৬৩

      হযরত শােয়ায়েব (আঃ) তার জাতিকে বলেন :
إِنِّي لَكُمْ رَسُولٌ أَمِينٌ, فَاتَّقُوا اللَّهَ وَأَطِيعُونِ
আমি তােমাদের জন্য একজন বিশ্বাসী নবী। তােমরা আল্লাকে ভয় কর এবং আমার আনুগত্য মেনে নাও। 
সূরা শোয়ারাঃ ১৭৮

     হযরত হারূন(আ.) তার জাতিকে লক্ষ্য করে    
   বলেনঃ
فَاتَّبِعُونِي وَأَطِيعُوا أَمْرِي
   তােমরা আমার অনুসরণ কর এবং আমার নির্দেশ মেনে চল। 
সূরা ত্বাহাঃ ৯০

    হযরত ঈসা (আঃ) আহ্বান করে তার জাতিকে বলেনঃ
فَاتَّقُوا اللَّهَ وَأَطِيعُونِ
  তােমরা আল্লাকে ভয় কর এবং একমাত্র আমার আনুগত্য কর। 
সূরা যুখরুফঃ ৬৩

     আল্লাহ হযরত মুহাম্মদ (সাঃ) কে বলেন ।
قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللّهَ فَاتَّبِعُونِي
হে নবী! লােকদের বলে দিন। তােমরা যদি প্রকৃতই আল্লাহর প্রতি পূর্ণ ভালবাসা পােষণ কর, তবে আমার আনুগত্য ও অনুসরণ কর।
সূরা আলে ইমরানঃ ৩১।
---------------------------------
লেখকঃ ইসলামিক আর্টিকেল লেখক ও অনলাইন এক্টিভিস্ট। 

Post a Comment

0 Comments