Recent Tube

এসো উন্নয়নের কবিতা শুনাই। জিয়াউল হক।

  

             এসো উন্নয়নের কবিতা শুনাই


                          --------------------------------- 


    উন্নয়নের আকাশ ছোঁয়া ভবন দেখে পুলকিত দু'চোখ- ধরার ধুলোতে নামাতেই দেখি ক্ষুধাতুর, কঙ্কাল মুখ-
ধরণী নরক বানিয়ে 'উন্নয়ন' আজ আকাশ ছুঁয়েছে!!

  এক জনমে শুনেছিনু, 'হাতখোলা' দানে নাকি কপাল খুলে!  
কপাল খুলাতে পকেটের কড়কড়ে নোটটা ছুঁড়ে দিলে
মৃতবৎ বৃদ্ধ জ্যন্ত লাশটার প্রশ্ন; 'বাবা উন্নয়নের কি খবর'?

আহা, সাংবাদিক হলে দারুণ একটা 'ব্রেকিংনিউজ'  হতো!
সুকান্ত এক টুকরো রুটি চেয়ে মরেছে, ফররুখ কিছু না চেয়েই-
না মরলে দেখতেন, ক্ষুধার্থরা ভাত, রুটি নয়, উন্নয়ন চায়!

   উন্নয়ন, উন্নয়ন, আজ ছেলে বুড়ো সবাই উন্নয়ন চায়।  
অকর্ণ-বধির, মৌনী-মূক, অবোধ- বিমূঢ়ও উন্নয়ন চায়!
চারিদিকে উন্নয়নের পয়মন্ত সময়ে জয়, জয়-জয়কার।  

মাটির পরতে পরতে, নদী-নালা-খালে-
ঘাটে-মাঠে, বিলে-ঝিলে, দেয়ালে দেয়ালে-
বিলাসে-বসনে, ভাষণে-ভূষণে, 'উন্নয়ন' আজ গানে-শ্লোগাণে।  

  চিৎকারে চিৎকারে, গলাফাটা শিৎকারে, উন্নয়নের উল্লম্ফন
 বিবেক গভীর ঘুমে, 'ইনসাফ' আজ গুম- মানবতা 'মরহুম'
শুন্য হৃদয়ের অলীন্দে নীলয়ে উম্মাহ খুঁজে 'উন্নয়ন'।
--------------------------------- 
লেখকঃ ইসলামি চিন্তাবিদ গ্রন্থপ্রনেতা গীতিকার ইতিহাস বিশ্লেষক ও কলামিস্ট। 

Post a Comment

0 Comments