Recent Tube

সত্য কখনোই চীরদিন চেপে রাখা যায় না? -------- জিয়াউল হক।


সত্য কখনোই চীরদিন চেপে রাখা যায় না? 
----------------------------------------------------------


    ইংল্যান্ডের মাটিতে ইতিহাসে প্রথমবারের মতো একজন ইংলিশ রাজার (King Offa) ইসলাম গ্রহণ ও ইসলামি স্বর্ণমুদ্রা; দিনার (৭৮৯) চালু করা হয়েছিল। এটা ইসলামের ঐতিহ্য, বিশ্বমুসলমানদের ঐতিহ্য। সেই ঐতিহ্য লুকিয়ে রাখা হয়েছে, অস্বীকার করা হয়েছে বিগত প্রায় তেরশত বসর ধরে। 

      ইসলামের সকল চিহ্ন মুছে ফেলার চেষ্টা করা হয়েছে, হচ্ছে। সেই ইতিহাসকেই পর্দার আড়াল থেকে বের করার প্রচেষ্টায় লন্ডন মিউজিয়ামে আমি স্বর্ণমুদ্রার খোঁজে। 

       কতো যে বাহানা তাদের! অন্তত বেশকিছু ডকুমেন্টস ও ছবিটা উদ্ধার করতে পেরেছি। সত্য কখনোই চীরদিন চেপে রাখা যায় না। আল্লাহ চাইলে ২০২১ সালেই আলোতে আসবে সকল তথ্য প্রমাণ, ইনশাআল্লাহ।
--------------------------------- 
লেখকঃ ইসলামি চিন্তাবিদ গ্রন্থপ্রনেতা গীতিকার গবেষক,  ইতিহাস বিশ্লেষক ও কলামিস্ট।

Post a Comment

0 Comments