Recent Tube

কবিতা।

ওরে মুসলিম ভীরু কাপুরুষ 
ভয় কেন আজ করিস রণে?
কিসের সংঘাত ছুটে চল আজি 
জীবন পাবি রণাঙ্গনে।

আরব মরুর সন্তান মোরা
তলোয়ার দেখে কভু কি ডরি?
আঘাতে আঘাতে জীবন মোদের 
গর্জে ওঠে নতুন করি।

বক্ষে আগুন আজো আছে মোর 
আমি যে অগ্নি গিরি,
সে অগ্নি শিখা ভীষণ আত্ম 
বিস্মৃতি রেখেছে ঘিরি।

পাষান হয়ে পড়ে আছো আজ
হায়রে আত্ম ভোলা,
তোমরা জাগিলে সারা পৃথিবী 
খাইবে ভীষণ দোলা।

(কাজী নজরুল ইসলাম)

Post a Comment

0 Comments