Recent Tube

বিধর্মীদের দাওয়াতে শরীক হওয়া এবং প্যাগোডায় নামায পড়ার বিধান; মাওলানা লুৎফুর রহমান ফরায়েজী






 

বিধর্মীদের দাওয়াতে শরীক হওয়া এবং প্যাগোডায় নামায পড়ার বিধান;


প্রশ্ন;
হুজুর,এক বৌদ্ধ মুসলিমদের জন্য ইফতারির আয়োজন করেছে এবং প্যাগোডায় (বৌদ্ধ মন্দির) নামাজের ব্যবস্থা করেছে। আমি জানতে চাচ্ছি প্যাগোডায় ইফতার ও নামাজ সহীহ হবে কি?


উত্তর;

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

    বিধর্মীদের দ্বীনে ইসলামের প্রতি আকৃষ্ট করার আশায় বিধর্মীদের দাওয়াত গ্রহণ করা ও তাতে অংশ নেয়া জায়েজ আছে। তবে কোন হারাম খানা কিংবা নিজের দ্বীনী বিষয়ের ক্ষতি হবার শংকা হলে জায়েজ নয়।

وَفِي التَّفَارِيقِ لَا بَأْسَ بِأَنْ يُضِيفَ كَافِرًا لِقَرَابَةٍ أَوْ لِحَاجَةٍ كَذَا فِي التُّمُرْتَاشِيِّ. وَلَا بَأْسَ بِالذَّهَابِ إلَى ضِيَافَةِ أَهْلِ الذِّمَّةِ (الفتاوى الهندية، كتاب الكراهية، الباب الرابع عشر فى اهل الذمة الخ-5/347، المحيط البرهانى، كتاب الكراهية، الفصل السادس عشر اهل الذمة-8/70

 

   প্যাগোডায় যদি মূর্তি বা ছবি টাঙ্গানো থাকে, তাহলে উক্ত প্যাগোডায় নামায হবে না। যদি মূর্তি ও ছবি টানানো না থাকে, বরং খালি হয়, তাহলে নামায পড়লে নামায হয়ে যাবে।

  হযরত আবূ হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ

جُعِلَتْ لِيَ الْأَرْضُ كُلُّهَا مَسْجِدًا

আমার জন্য পুর্ণ জমিনকে মসজিদ বানিয়ে দেয়া হয়েছে। [সুনানে তিরমিজী, হাদীস নং-৩১৭, মুসনাদুল হুমায়দী, হাদীস নং-৯৭৫] 

وَكَانَ ابْنُ عَبَّاسٍ: «يُصَلِّي فِي البِيعَةِ إِلَّا بِيعَةً فِيهَا تَمَاثِيلُ

   হযরত ইবনে আব্বাস রাঃ গীর্জায় নামায পড়তেন, তবে মূর্তি থাকলে পড়তেন না। [সহীহ বুখারী-১/৯৪] 
--------------------------------- 

والله اعلم بالصواب
উত্তর প্রদান করেন 
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

Post a Comment

0 Comments