Recent Tube

আল্লাহ তা'আলা যে ৪ ধরনের ব্যক্তিকে বেশি ঘৃণা করেন; শামীম আজাদ।


 আল্লাহ তা'আলা যে ৪ ধরনের ব্যক্তিকে বেশি ঘৃণা করেন;
--------------------------------------------------------

  ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এখানে আল্লাহ তাআলা সবকিছুর নির্দেশনা দিয়ে দিয়েছেন। আল্লাহর নির্দেশিত পথে চললে বান্দার প্রতি আল্লাহ খুশি হন। আবার এমনও কিছু কাজ আছে যা করতে নিষেধ করা হয়েছে। আল্লাহর নির্দেশনা না মেনে ওই কাজগুলো করলেও আল্লাহ ঠিক সেভাবেই অখুশি হন বা ঘৃণা করেন। 

  ৪ শ্রেণির ব্যক্তির কিছু কাজ আল্লাহ তা'আলা খুব বেশি ঘৃণা করেন। হাদিসে এসেছে - 

عَنْ أَبِيْ هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم قَالَ أَرْبَعَةٌ يَبْغُضُهُمْ اللهُ  عَزَّ وَجَلَّ الْبَيَّاعُ الْحَلَّافُ وَالْفَقِيرُ الْمُخْتَالُ وَالشَّيْخُ الزَّانِي وَالْإِمَامُ الْجَائِرُ

 আবূ হুরাইরা (রাঃ) থেকে বর্ণিতঃ:

     আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেন, “চার ব্যক্তিকে আল্লাহ ঘৃণা করেন; অত্যধিক কসম খেয়ে পণ্য বিক্রয়কারী ব্যবসায়ী, অহংকারী গরীব, ব্যভিচারী বৃদ্ধ এবং অত্যাচারী শাসক। (নাসাঈ ২৫৭৬, বাইহাক্বীর শুআবুল ঈমান ৪৮৫৩, সহীহুল জামে’ ৮৮০)
  

   ১. বেশি কসম করা:

     এমনিতে কসম করা ঠিক নয়। আর তা যদি ব্যবসা-বাণিজ্য কিংবা পণ্যের গুণগতমান উপলক্ষ্যে বেশি বেশি করা হয় তবে তা খুবই মন্দ কাজ। কেননা এ ব্যাপারে বেশি বেশি কসম মানুষকে মারাত্মক অপরাধের দিকে ধাবিত করে। সুতরাং কোনো ব্যবসায়ীর উচিত নয়, বেশি বেশি কসম করে ব্যবসা বাণিজ্য করা। কেননা আল্লাহ তাআলা ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে কসমকারীকে খুবই ঘৃণা করেন।

 ২. গরিব অহংকারী:

    অহংকার মারাত্মক অপরাধ। আল্লাহ তাআলা অহংকারকারীকে মারাত্মক ঘৃণা করেন। আর এ অহংকার যদি কোনো গরিব ব্যক্তি করে থাকে তবে পরিণতি কী হবে? মহান আল্লাহ গরিব অহংকারীকে সবচেয়ে বেশি ঘৃণা করেন।

  ৩. বৃদ্ধ ব্যভিচারী:

     ব্যভিচার কোনো বয়সের লোকের জন্যই বৈধ নয়। যদিও যৌবনের উম্মাদনায় অনেকে বিপথে যায়, ব্যভিচারে জড়িয়ে পড়ে। কিন্তু বৃদ্ধ ব্যক্তির জন্য ব্যভিচার একেবারেই যুক্তিহীন কাজ। সমাজের চোখেও তা অপরাধ হিসেবে মারাত্মক। তাই মহান আল্লাহ তাআলা নিজেও বৃদ্ধ ব্যভিচারীকে খুব বেশি ঘৃণা করেন।

 ৪. অত্যাচারী শাসক:

    ক্ষমতাধর কিংবা ক্ষমতাহীন ব্যক্তি; অত্যাচারী যেই হোক সে অপরাধী। আর এ অত্যাচারী ব্যক্তি যদি দেশের কিংবা সমাজের ক্ষমতার ব্যক্তি কিংবা জনপ্রতিনিধি হন তবে তা হবে মারাত্মক অপরাধ। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সর্বস্তরের দায়িত্বশীল, জনপ্রতিনিধি কিংবা শাসকবর্গের মধ্যে যারা অত্যাচারী; আল্লাহ তাআলা তাদের খুব বেশি ঘৃণা করেন মর্মে ঘোষণা দিয়েছেন বিশ্বনবী।

   এ হাদিসে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ৪ শ্রেণির ব্যক্তিকে সাবধান করেছেন। যেসব ব্যবসায়ীর কসম করার প্রবণতা রয়েছে, তারা যেন তা পরিত্যাগ করে। যেসব গরিবের অহংকার রয়েছে তারা যেন তা ত্যাগ করে। যে বৃদ্ধ লোক জেনা-ব্যভিচারে জড়িত সে যেন তা থেকে বিরত থাকে। আর সর্বস্তরের দায়িত্বশীল ও জনপ্রতিনিধিরা প্রজা বা অধীনস্তদের প্রতি অত্যাচার থেকে বিরত থাকে।

    আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর কসম খাওয়া ব্যবসায়ী, অহংকারী গরিব, বৃদ্ধ ব্যভিচারী ও জালেম শাসকদের পাশাপাশি সব মানুষকে এসব কাজ থেকে সতর্ক থাকার তাওফিক দান করুন। হাদিসের ঘোষণা অনুযায়ী আল্লাহর ঘৃণা থেকে বাঁচতে এসব কাজ থেকে বিরত থাকার তাওফিক দান করুন। আমিন।

Post a Comment

0 Comments