আল্লাহই ভয়ের যোগ্য ;
ﻭَﻣَﺎ ﻳَﺬْﻛُﺮُﻭﻥَ ﺇِﻻ ﺃَﻥْ ﻳَﺸَﺎﺀَ ﺍﻟﻠَّﻪُ ﻫُﻮَ ﺃَﻫْﻞُ ﺍﻟﺘَّﻘْﻮَﻯ ﻭَﺃَﻫْﻞُ ﺍﻟْﻤَﻐْﻔِﺮَﺓِ
আল্লাহর ইচ্ছা ছাড়া কেউ উপদেশ গ্রহণ
করবে না, তিনিই ভয়ের যোগ্য এবংক্ষমার অধিকারী।
সূরা মুদ্দাচ্ছিরঃ ৫৬
ﻓَﺎﻟﻠَّﻪُ ﺃَﺣَﻖُّ ﺃَﻥْ ﺗَﺨْﺸَﻮْﻩُ ﺇِﻥْ ﻛُﻨْﺘُﻢْ ﻣُﺆْﻣِﻨِﻴﻦَ
কাজেই আল্লাহই অধিক হকদার যে, তোমরা তাঁকে ভয় করবে যদি তোমরা
মুমিন হয়ে থাক।
সূরা তাওবাঃ ১৩
আল্লাহকে ভয় কর ও সালাত কায়েম
কর।
---------------------------------
ﻗُﻞْ ﺇِﻥَّ ﻫُﺪَﻯ ﺍﻟﻠَّﻪِ ﻫُﻮَ ﺍﻟْﻬُﺪَﻯ ﻭَﺃُﻣِﺮْﻧَﺎ ﻟِﻨُﺴْﻠِﻢَ ﻟِﺮَﺏِّ ﺍﻟْﻌَﺎﻟَﻤِﻴﻦَ ﻭَﺃَﻥْﺃَﻗِﻴﻤُﻮﺍ ﺍﻟﺼَّﻼﺓَ ﻭَﺍﺗَّﻘُﻮﻩُ ﻭَﻫُﻮَ ﺍﻟَّﺬِﻱ ﺇِﻟَﻴْﻪِ ﺗُﺤْﺸَﺮُﻭﻥَ
তুমি বল, নিশ্চয় আল্লাহর পথই সঠিক পথ,আর আমরা আদিষ্ট হয়েছি যেন আমরাবিশ্বজগতের রবের নিকট আত্মসমর্পণ করি।আরও এই যে, সালাত কায়েম করি এবংতাঁকে ভয় করি, তিনিই যার কাছেতোমাদেরকে সমবেত করা হবে। সূরাআন‘আমঃ ৭১-৭২
ﻣُﻨِﻴﺒِﻴﻦَ ﺇِﻟَﻴْﻪِ ﻭَﺍﺗَّﻘُﻮﻩُ ﻭَﺃَﻗِﻴﻤُﻮﺍ ﺍﻟﺼَّﻼﺓَ ﻭَﻻ ﺗَﻜُﻮﻧُﻮﺍ ﻣِﻦَﺍﻟْﻤُﺸْﺮِﻛِﻴﻦَ
সবাই তাঁর অভিমুখী হও আর তাঁকে ভয় করও সালাত কায়েম কর এবং মুশরিকদেরঅন্তর্ভুক্ত হয়ো না।
সূরা রূমঃ ৩১
ইনশাআল্লাহ চলবে........।
---------------------------------
লেখকঃ ইসলামিক আর্টিকেল লেখক কলামিস্ট ও অনলাইন এক্টিভিস্ট।
0 Comments