হালাল রুযী খাও আর আল্লাহকে ভয় কর।
ﻭَﻛُﻠُﻮﺍ ﻣِﻤَّﺎ ﺭَﺯَﻗَﻜُﻢُ ﺍﻟﻠَّﻪُ ﺣَﻼﻻ ﻃَﻴِّﺒًﺎ ﻭَﺍﺗَّﻘُﻮﺍ ﺍﻟﻠَّﻪَ ﺍﻟَّﺬِﻱ ﺃَﻧْﺘُﻢْ ﺑِﻪِﻣُﺆْﻣِﻨُﻮﻥَ
যে সমস্ত হালাল ও পবিত্র রিযিক
আল্লাহ তোমাদের দিয়েছেন তাথেকে খাও আর সেই আল্লাহকে ভয় কর,যার প্রতি তোমরা বিশ্বাসী হয়েছো।
সূরা মায়েদাঃ ৮৮
ﻗُﻞْ ﻻ ﻳَﺴْﺘَﻮِﻱ ﺍﻟْﺨَﺒِﻴﺚُ ﻭَﺍﻟﻄَّﻴِّﺐُ ﻭَﻟَﻮْ ﺃَﻋْﺠَﺒَﻚَ ﻛَﺜْﺮَﺓُ ﺍﻟْﺨَﺒِﻴﺚِﻓَﺎﺗَّﻘُﻮﺍ ﺍﻟﻠَّﻪَ ﻳَﺎ ﺃُﻭﻟِﻲ ﺍﻷﻟْﺒَﺎﺏِ ﻟَﻌَﻠَّﻜُﻢْ ﺗُﻔْﻠِﺤُﻮﻥَ
তুমি বল, অপবিত্র ও পবিত্র সমান নয় আরযদিও অপবিত্রের আধিক্য তোমাকে
আকৃষ্ট করে, কাজেই হে বিবেক বুদ্ধি
সম্পন্ন ব্যক্তিরা, আল্লাহকে ভয় করযাতে তোমরা সফল হতে পার।
সূরামায়েদাঃ ১০০
0 Comments