Recent Tube

যারা মূখে মুসলিম দাবি করবে অথচ মুসলিম সম্প্রদায়ের মধ্যে ভাঙ্গন সৃষ্টি করবে তারা জাহান্নামে যাবে। ইবনে যুবাইর।

  

    


যারা মূখে মুসলিম দাবি করবে অথচ মুসলিম সম্প্রদায়ের মধ্যে ভাঙ্গন সৃষ্টি করবে তারা জাহান্নামে যাবে।



      মক্কার কাফিররা বলত,আমরা আমাদের বাপ দাদাকে আমাদের প্রচলিত ধর্মের উপর পেয়েছি।অতএব,হে মুহাম্মদ!তোমার নতুন ধর্ম গ্রহণ করার প্রশ্ন উঠে না।

    বর্তমানে বাপ দাদার ধর্মাবলম্বীদের মুখে একই কথা শোনা যায়।কুরআন হাদিসের চেয়ে ওদের বাপ দাদার কথা অনেক মর্যাদাসম্পন্ন।

     একজন অমুসলিমকে,একজন আওয়ামী লীগকে কুরআনের পথে ফিরিয়ে নেয়া সহজ হতে পারে, একজন নাস্তিকের হৃদয়ে হেদায়াতের আলো পৌঁছে দেয়া সহজ হতে পারে কিন্তু বাপ দাদার ধর্মে যারা বিশ্বাসী তাদের নিকট কুরআন হাদিসের কথা মূলহীন।বাপ দাদার ধর্মে বিশ্বাসীগণ নিরন্তন কাজ করে যাচ্ছে মুসলিম ঐক্য ভাঙ্গার কাজে।অথচ,মহান আল্লাহ'র ঘোষণা হচ্ছে,
"তোমরা সবাই মিলে আল্লাহ‌র রুজ্জু মজবুতভাবে আঁকড়ে ধরো এবং দলাদলি করো না।"আলে-ইমরান,:আয়াত: ১০৩।

    যারা মূখে মুসলিম দাবি করবে অথচ মুসলিম সম্প্রদায়ের মধ্যে ভাঙ্গন সৃষ্টি করবে তারা জাহান্নামে যাবে। তাদের হজ্জ যাকাত,নামাজ রোজা কোন কাজে আসবে না।

      আল্লাহ বলেন,"তোমরা যেন তাদের মতো হয়ে যেয়ো না, যারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে এবং সুস্পষ্ট ও প্রকাশ্য হিদায়াত পাওয়ার পরও মতবিরোধে লিপ্ত হয়েছে। যারা এ নীতি অবলম্বন করেছে তারা সেদিন কঠিন শাস্তি পাবে।আলে-ইমরান,:আয়াত: ১০৫।

    মুখে ঈমানের দাবিদারগণকে আল্লাহ ডেকে বলেন,
"হে ঈমানদারগণ! তোমরা যথাযথভাবে আল্লাহ‌কে ভয় করো। মুসলিম থাকা অবস্থায় ছাড়া যেন তোমাদের মৃত্যু না হয়।
আলে-ইমরান,:আয়াত: ১০২।

    অতএব যারা একমাত্র আল্লাহকেই ভয় করে কেবলমাত্র তারাই মুসলিম। সকালে এক কথা বলে বাতিলের ভয়ে যারা বিকালে তা প্রত্যাহার করে নেয় এবং ইসলামী শরিয়তের দলিল হিসাবে যারা বাপ দাদাকে সামনে এনে দাঁড় করায় এসব ফেতনাবাজদের থেকে আমাদের সচেতনতা গড়ে তোলার কোন বিকল্প নেই।
--------------------------------- 
লেখকঃ ইসলামিক আর্টিকেল লেখক ও অনলাইন এক্টিভিস্ট।

Post a Comment

0 Comments