Recent Tube

আল কুরআন।




                            সূরা হিজর ;


সূরা নম্বরঃ ১৫, 
আয়াত নম্বরঃ ৫১;

وَنَبِّئْهُمْ عَنْ ضَيْفِ اِبْرٰهِيْمَ‌ۘ
আর উহাদেরকে বল, ইব্রাহীমের অতিথিদের কথা,

     আয়াত নম্বরঃ ৫২;
اِذْ دَخَلُوْا عَلَيْهِ فَقَالُوْا سَلٰمًاؕ قَالَ اِنَّا مِنْكُمْ وَجِلُوْنَ
  যখন উহারা তাহার নিকট উপস্থিত হইয়া বলিল, সালাম', তখন সে বলিয়াছিল, আমরা তো তোমাদের আগমনে আতঙ্কিত।'

      আয়াত নম্বরঃ ৫৩
قَالُوْا لَا تَوْجَلْ اِنَّا نُبَشِّرُكَ بِغُلٰمٍ عَلِيْمٍ
  উহারা বলিল, ভয় করিও না, আমরা তো তোমাকে এক জ্ঞানী পুত্রের শুভ সংবাদ দিতেছি।'

    আয়াত নম্বরঃ ৫৪;
قَالَ اَبَشَّرْتُمُوْنِىْ  عَلٰٓى اَنْ مَّسَّنِىَ الْكِبَرُ فَبِمَ تُبَشِّرُوْنَ
   সে বলিল, তোমরা কি আমাকে শুভ সংবাদ দিতেছ আমি বার্ধক্য গ্রস্ত হওয়া সত্ত্বেও ? তোমরা কী বিষয়ে শুভ সংবাদ দিতেছ?'
 
       আয়াত নম্বরঃ ৫৫;
قَالُوْا بَشَّرْنٰكَ  بِالْحَـقِّ فَلَا تَكُنْ مِّنَ الْقٰنِطِيْنَ
     উহারা বলিল, আমরা তোমাকে সত্য সংবাদ দিতেছি; সুতরাং তুমি হতাশ হইও না।'


Post a Comment

0 Comments