Recent Tube

অস্তিত্বে ফিলিস্তিন। সিরাজুল ইসলাম।



অস্তিত্বে ফিলিস্তিন;

ফিলিস্তিন- 
আমার অস্তিত্বে লেখা এক নাম। 
এ নামের সাথে আমাদের রক্তের সম্পর্ক বিদ্যমান। 
এখানে আমার প্রথম কিবলা, 
এখান থেকেই আমার রাসূল সা.
আরোহণ করেছিলেন বোরাকে
প্রভুর একান্ত আহ্বানে।
আমরা এখানে ছিলাম, আছি, থাকবো। 
তবে আমাদেরকে এখান থেকে
নিশ্চিহ্ন করে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত গুপ্ত ডাকাত। 

কিন্তু মনে রেখো, 
আমরা মুসলিম যোদ্ধা
আমরা কাউকে বঞ্চিত করতে শিখিনি
আবার বঞ্চনা আমাদেরও সহ্য হয় না-
প্রয়োজনে জীবন দেবো
কিন্তু সিদ্ধান্তে আমরা অটল। 

তোমাদের ঐ বারুদের ওপর আমাদের পতাকা ওড়াবো। 
শান্তির কবুতর উড়ে চলবে 
তোমাদের দখল করে নেওয়া আকাশে-
দখলমুক্ত নির্মল বাতাসে ডানা মেলতে। 
ও ডানা আমাদের প্রতীক। 
আমরা শান্তির পক্ষে
অশান্তির সব কারণ আমরা নির্মূল করে দেবো। 

আমাদের শিশুদের দেখে তোমাদের ক্ষুদ্র মনে হয়!
ওদের অবয়ব দেখে!
কিন্তু ওদের ভেতরটা দেখেছো?
সুবিশাল আকাশের মতো বিরাট হৃদয়
আরও বড় হয় ঈমানী শক্তিতে। 
সে শক্তি মাপার দুঃসাহস তোমাদের কোনোদিনও হবে না!

আমরা বীরের জাতি
গাজি কিংবা শাহাদাত
উভয়ই আমাদের সাফল্যের মাপকাঠি। 
জানো তো, আমরা চূড়ান্ত সাফল্যের কাঙ্গাল?
বিজয়ীর বেশ আমাদের খুব মানায়। 
সে বেশেই আমাদের দেখতে পাবে
অচিরেই, অনতিবিলম্বে, ইনশাআল্লাহ
--------------------------------- 
লেখকঃ ইসলামিক আর্টিকেল লেখক কলামিস্ট ও রাজনীতিবিদ। 

Post a Comment

0 Comments