Recent Tube

আল কুরআন



             
                          সূরা হিজর ;
--------------------------------------------------------------

সূরা নম্বরঃ ১৫, 
আয়াত নম্বরঃ ৪১;
قَالَ هٰذَا صِرَاطٌ عَلَىَّ مُسْتَقِيْمٌ
আল্লাহ্ বলিলেন, ইহাই আমার নিকট পৌঁছিবার সরল পথ।

   আয়াত নম্বরঃ ৪২
اِنَّ عِبَادِىْ لَـيْسَ لَكَ عَلَيْهِمْ سُلْطٰنٌ اِلَّا مَنِ اتَّبَـعَكَ  مِنَ الْغٰوِيْنَ
  বিভ্রান্তদের মধ্যে যাহারা তোমার অনুসরণ করিবে তাহারা ব্যতীত আমার বান্দাদের উপর তোমার কোনই ক্ষমতা থাকিবে না;

    আয়াত নম্বরঃ ৪৩;
وَاِنَّ جَهَـنَّمَ لَمَوْعِدُهُمْ اَجْمَعِيْنَۙ
  অবশ্যই জাহান্নাম তাহাদের সকলেরই প্রতিশ্রুত স্থান,

    আয়াত নম্বরঃ ৪৪;
لَهَا سَبْعَةُ اَبْوَابٍؕ لِكُلِّ بَابٍ مِّنْهُمْ جُزْءٌ مَّقْسُوْمٌ
'উহার সাতটি দরজা আছে, প্রত্যেক দরজার জন্য পৃথক পৃথক শ্রেণী আছে।'

    আয়াত নম্বরঃ ৪৫;
اِنَّ الْمُتَّقِيْنَ فِىْ جَنّٰتٍ وَّعُيُوْنٍؕ
মুত্তাকীরা থাকিবে জান্নাতে ও প্রস্রবণসমূহের মধ্যে।

    আয়াত নম্বরঃ ৪৬;
اُدْخُلُوْهَا بِسَلٰمٍ  اٰمِنِيْنَ
    তাহাদেরকে বলা হইবে, তোমরা শান্তি ও নিরাপত্তার সঙ্গে উহাতে প্রবেশ কর।'

     আয়াত নম্বরঃ ৪৭;
وَنَزَعْنَا مَا فِىْ صُدُوْرِهِمْ مِّنْ غِلٍّ اِخْوَانًا عَلٰى  سُرُرٍ مُّتَقٰبِلِيْنَ
  আমি তাহাদের অন্তর হইতে বিদ্বেষ দূর করিব; তাহারা ভ্রাতৃ ভাবে পরস্পর মুখোমুখি হইয়া আসনে অবস্থান করিবে,

    আয়াত নম্বরঃ ৪৮;
لَا يَمَسُّهُمْ فِيْهَا نَـصَبٌ وَّمَا هُمْ مِّنْهَا  بِمُخْرَجِيْنَ
সেখানে তাহাদেরকে অবসাদ স্পর্শ করিবে না এবং তাহারা সেই স্থান হইতে বহিষ্কৃতও হইবে না।

    আয়াত নম্বরঃ ৪৯;
نَبِّئْ عِبَادِىْۤ اَنِّىْۤ اَنَا الْغَفُوْرُ الرَّحِيْمُۙ
  আমার বান্দাদেরকে বলিয়া দাও যে, আমি তো পরম ক্ষমাশীল, পরম দয়ালু,।
 
    আয়াত নম্বরঃ ৫০;
وَاَنَّ  عَذَابِىْ هُوَ الْعَذَابُ الْاَلِيْمُ
এবং আমার শাস্তি-উহা অতি মর্মন্তুদ শাস্তি!
















Post a Comment

0 Comments