Recent Tube

সালাতে দাঁড়ানো অবস্থায় দু’পায়ের মাঝে কতটুকু ফাঁক রাখতে হবে❓

 




  প্রশ্ন : 
 সালাতে দাঁড়ানো অবস্থায় দু’পায়ের মাঝে   কতটুকু  ফাঁক রাখতে হবে❓

  উত্তর : 
 দেহের স্বাভাবিক ভারসাম্য অনুযায়ী নিজের দুই পায়ের মাঝে ফাঁকা রাখবে (বুখারী হা/৭২৫; আবুদাঊদ হা/৬৬২; ফাতাওয়া লাজনা দায়েমা ৫/৩৫৭)। সমাজে প্রচলিত- ‘দু’পায়ের মাঝে হাতের তালু পরিমাণ স্থান ফাঁকা রাখবে’ কথাটির শরী‘আতে কোন ভিত্তি নেই (উছায়মীন, মাজমূ‘ ফাতাওয়া ১৩/১৮)। এমনকি চার আঙ্গুল বা তার কম ফাঁকা রাখবে’ কথাগুলি একেবারেই ভিত্তিহীন। বরং জামা‘আতে দাঁড়িয়ে মুছল্লীগণ পরস্পরে পায়ে পা ও কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে, সেটাই ছিল ছাহাবায়ে কেরামের নিয়মিত আমল (মির‘আত হা/১০৯২-এর ব্যাখ্যা, ‘কাতার সোজা করা’ অনুচ্ছেদ ৪/৬ পৃ.)।

Post a Comment

0 Comments