Recent Tube

আল কুরআন।


                                সূরা হিজর

  সূরা নম্বরঃ ১৫, 
  আয়াত নম্বরঃ ৫৬;
قَالَ وَمَنْ يَّقْنَطُ مِنْ  رَّحْمَةِ رَبِّهٖۤ اِلَّا الضَّآلُّوْنَ
সে বলিল, যাহারা পথভ্রষ্ট তাহারা ব্যতীত আর কে তাহার প্রতিপালকের অনুগ্রহ হইতে হতাশ হয়?'
   
    আয়াত নম্বরঃ ৫৭;
قَالَ فَمَا خَطْبُكُمْ اَيُّهَا  الْمُرْسَلُوْنَ
 সে বলিল, হে ফিরিশ্তাগণ! তোমাদের আর বিশেষ কি কাজ আছে?'

     আয়াত নম্বরঃ ৫৮;
قَالُـوْۤا اِنَّاۤ اُرْسِلْنَاۤ اِلٰى قَوْمٍ مُّجْرِمِيْنَۙ
 উহারা বলিল, আমাদেরকে এক অপরাধী সম্প্রদায়ের বিরুদ্ধে প্রেরণ করা হইয়াছে-

    আয়াত নম্বরঃ ৫৯;
اِلَّاۤ اٰلَ  لُوْطٍؕ اِنَّا لَمُنَجُّوْهُمْ اَجْمَعِيْنَۙ
 তবে লূতের পরিবারবর্গের বিরুদ্ধে নয়, আমরা অবশ্যই ইহাদের সকলকে রক্ষা করিব,

    আয়াত নম্বরঃ ৬০;
اِلَّا امْرَاَتَهٗ قَدَّرْنَاۤ  ۙ اِنَّهَا لَمِنَ الْغٰبِرِيْنَ
 কিন্তু তাহার স্ত্রীকে নহে; আমরা স্থির করিয়াছি যে, সে অবশ্যই পশ্চাতে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত।'






Post a Comment

0 Comments