Recent Tube

নামের সাথে ইবনে এবং বিনত দ্বারা কী বুঝায়?






প্রশ্ন: আমি জানতে চাই, বিন/ইবনে এবং বিনত দ্বারা কী বুঝায়? 
--------------------------------- 

 উত্তর: 

♦ ইবন/ইবনে ও বিন অর্থ ছেলে। 
যেমন:-
♦ মুহাম্মদ বিন আব্দিল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) অর্থ: আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ 
♦ যায়েদ বিন হারিসা রা. অর্থ: হারিসার ছেলে যায়েদ। 
♦ আব্দুল্লাহ ইবনে আব্বাস রা. অর্থ: আব্বাসের ছেলে আব্দুল্লাহ রা.
♦ওজায়ের ইবনে আবি বকর অর্থ: আবু বকরের ছেলে ওজায়ের।

♣ আর বিনত/বিনতে শব্দের অর্থ মেয়ে। যেমন:′-

♦ ফাতিমা বিনতে মোহাম্মদ সা. অর্থ: মুহাম্মদ সা. এর মেয়ে ফাতিমা রা.
♦ আয়েশা বিনতে আবি বকর রা. অর্থ: আবু বকর এর মেয়ে আয়েশা  রা. 
♦ হাফসা বিনতে উমর রা. অর্থ: উমরের মেয়ে হাফসা রা.।
----------------------------------------------------------
 উত্তর প্রদানে:
 আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।

Post a Comment

0 Comments