Recent Tube

দাজ্জাল মানুষদের জন্য চারটি পরীক্ষা নিয়ে আসবে। --- মাসুদ সাঈদী।



     দাজ্জাল মানুষদের জন্য    চারটি পরীক্ষা নিয়ে    
  আসবে। 


   কেয়ামত সংঘটিত হওয়ার আগে দাজ্জালের আগমন হবে এবং দাজ্জাল সেই সময়ে উপস্থিত মানুষদের জন্য চারটি পরীক্ষা নিয়ে আসবে -

    ০১. ঈমানের পরীক্ষা;
   দাজ্জাল নিজেকে আল্লাহর সমকক্ষ হিসাবে আত্মপ্রকাশ করবে এবং মানুষকে আল্লাহর পরিবর্তে তাকে উপাসনা করতে আদেশ করবে। 

   ০২. প্রাচুর্যেরপরীক্ষা;
 ৷ দাজ্জালকে বৃষ্টি হওয়া ও বৃষ্টি বন্ধ করার ক্ষমতা দেয়া হবে এবং সে মানুষের মনে সম্পদের প্রলোভন জাগিয়ে তুলতে সক্ষম হবে।

  ০৩. জ্ঞানের পরীক্ষা;
  দাজ্জালকে পৃথিবীর সকল তথ্যসমুহকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা দেয়া হবে। দাজ্জাল বিভ্রান্তিমুলক তথ্য উপস্থাপন করে মানুষের স্বাভাবিক বিচার-বুদ্ধিকে তার পক্ষে প্রবাহিত করতে সচেষ্ট হবে।

     ০৪. ক্ষমতার পরীক্ষা;
 পৃথিবীর সকল প্রান্তে দাজ্জালকে তার ক্ষমতা বিস্তার করার ক্ষমতা দেয়া হবে এবং তার সহযোগী ও অনুসারীরা বিপুল ক্ষমতার অধিকারী হবে।

    তাহলে মানুষ কিভাবে এই ভয়ংকর সময়ে দাজ্জালের ফিতনা থেকে নিজেকে রক্ষা করবে? 

  সুরা কাহফের ভেতরেই রয়েছে এর সমাধান বা উত্তর। 

      হযরত আবু দারদা’ থেকে বর্ণিত রাসুলুল্লাহ (সা:) বলেছেন, “যে ব্যক্তি সুরা কাহফের প্রথম দশ আয়াত মুখস্থ করে সে দাজ্জালের ফেৎনা থেকে নিরাপদ থাকবে। [সহিহ মুসলিম]

     হাদীসে আরো বর্ণিত আছে, যে ব্যক্তি শুক্রবার দিন সূরা কাহফ পাঠ করবে, তার জন্য কেয়ামতের দিন আলো দিবে এবং বিগত জুম'য়া থেকে এ জুম'য়া পর্যন্ত তার সব গুনাহ মাফ হয়ে যাবে।
---------------------------------

Post a Comment

0 Comments