Recent Tube

এ তরী বাইতে হবে, খেয়া পারে নিতে হবে...তীর হারা এ ঢেউয়ের সাগর পাড়ি দিব রে.....। সুপ্রিয় সুপ্রকাশ।




এ তরী বাইতে হবে, খেয়া পারে নিতে হবে...
তীর হারা এ ঢেউয়ের সাগর পাড়ি দিব রে.....


   নৌকা নিতে কুশিয়ারা পাড়ের মাঝিমাল্লারা এখন বুড়িগঙ্গার তীরে। দিন দশেক পর বর্ষার আগমনে মুখরিত হবে মাট ঘাট, আবহাওয়া অফিসের এমন বার্তা। ওদিকে কুশিয়ারার বুকে ভোটের জোয়ারের পানি বিপদসীমার কয়েক সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বাজটে মুড়ির দাম কমার আনন্দে যখন জনগন খুশিতে আত্নহারা, এমন সময় চায়ের দেশে মুড়ি-চা তে সকালের আড্ডায় নমিনেশন পাওয়া- না পাওয়ার অংক কষতে ব্যস্ত দলীয় নেতা-কর্মীরা। 
কুশিয়ারার ঢেউ আচঁড়ে পড়ছে বুড়িগঙ্গার কূল ঘেষে। 
 
     কে হবেন আগামীর মাঝি ? কে বাইবেন এ তরী? কার কাছে তুলে দিবেন বৈঠা? দিনশেষে  ' টক অফ দ্যা টাউন" এ নতুন দিনের আগতঃ মাঝিকে নিয়ে।

     বর্ষার এ থৈথৈ পানিতে থাকবেনা কোনও বড় বড় ঢেউ,প্রতিবন্ধকতা বিহীন মাঠেই নৌকা পাওয়াটাই যে বড় প্রতিযোগিতা। "ঢাকা"বিজয়ের মাঝেই হবে এবারের  প্রতিযোগিতার সফল সমাপ্তি।
---------------------------------
লেখকঃ প্রবন্ধ লেখক কলামিস্ট ও অনলাইন এক্টিভিস্ট। 

Post a Comment

0 Comments