Recent Tube

একজন মানুষকে গুম করে দেয়া এবং তার উপর কোনও রূপ জুলুম-নির্যাতন করা মোটেও সমর্থনযোগ্য নয় বরং তা চরম অন্যায় ও বর্বরতা। আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।

 






 
 একজন মানুষকে গুম করে দেয়া এবং তার উপর কোনও রূপ জুলুম-নির্যাতন করা মোটেও সমর্থনযোগ্য নয় বরং তা চরম অন্যায় ও বর্বরতা। 


     নি:সন্দেহে একজন মানুষকে গুম করে দেয়া এবং তার উপর কোনও রূপ জুলুম-নির্যাতন করা মোটেও সমর্থনযোগ্য নয়। সভ্য সমাজে তা চরম অন্যায়, বর্বরতা ও কাপুরোষচিত কাজ। কোনও সুস্থ বিবেক সম্পন্ন মানুষ তা সমর্থন করতে পারে না।

     সুতরাং আবু ত্বহা মুহাম্মদ আদনান সাহেবের গুম বা গ্রেফতারের ঘটনায় আমরা তীব্র প্রতিবাদ জানাই। সরকারের দায়িত্ব তাকে খুঁজে বের করা এবং আইন বিরোধী কোনও তৎপরতা প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া।

     তৎসঙ্গে তার সঠিক আকিদা পরিপন্থী ও ভ্রান্ত ফতোয়া সমূহের ব্যাপারে জাতিকে সতর্ক করি। কারও প্রতি বিদ্বেষ নয় বরং যে কারও ভুলকে ভুল বলা, তার প্রতিবাদ করা এবং সংশোধনের চেষ্টা করা প্রত্যেক সত্যানুসন্ধানীর জন্য অপরিহার্য কর্তব্য।

  আমরা দুআ করি, আল্লাহ যেন তাকে সুস্থতার সাথে তার পরিবারের নিকট ফিরে আনেন এবং তিনি তার ভুল-ত্রুটিগুলো সংশোধন পূর্বক সালাফদের মানহাজ অনুযায়ী নতুনভাবে দাওয়াতি কাজে আত্মনিয়োগ করেন।

 নিশ্চয় আল্লাহ হেদায়েতের মালিক এবং সর্বোত্তম হেফাজত কারী।
--------------------------------- 
-আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।

Post a Comment

0 Comments