Recent Tube

মানুৃষ আস্হার জায়গা থেকে যখন আশাহত হয় তখন তার বিশ্বাস ভেঙ্গেচুরে শেষ হয়ে যায়।। ইবনে যুবাইর।






 মানুৃষ আস্হার জায়গা থেকে যখন আশাহত হয় তখন তার বিশ্বাস ভেঙ্গেচুরে শেষ হয়ে যায়।

    "আবদুল্লাহ ইবনে আব্বাস (রা) একবার জনসম্মুখে ভাষণ দিতে গিয়ে বলেছিলেন,
আপনারা কি জানেন?
আইয়ুব আলাইহিসালামের গোনাহ কি ছিল?
যার কারণে আল্লাহ তাঁকে ধন সম্পতি ও দৈহিক শাস্তির পরীক্ষায় ফেলেছিলেন?
তাঁর একটি ক্রটি এতটুকুই ছিল যে,এক মিসকিন তার উপর কৃত অত্যাচার লাঘবের জন্য তাঁর নিকট আবেদন করেছিল, কিন্তু তিনি তাকে সাহায্য করেননি বলেই তাঁর সে পরীক্ষা!'

      আপনার দুয়ারে কোন মাজলুম কখনো কি কড়া নেড়েছিল তার উপর কৃত অত্যাচার বা হক নষ্টের আবেদন নিয়ে এবং আপনি তাকে কোন প্রকার সাহায্য না করে ফিরিয়ে দিয়েছিলেন?
যদি আপনি এমনটা করে থাকেন তবে আল্লাহর গজবকে ভয় করুন।
---------------------------------
লেখকঃ ইসলামিক আর্টিকেল লেখক ও অনলাইন এক্টিভিস্ট। 

Post a Comment

0 Comments