Recent Tube

ইয়াকিন/একিন ‎(یَقِیۡنِ) ‏কি ও ‎তার ‎প্রকারভেদ ‎।আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।




 

ইয়াকিন/একিন ‎یَقِیۡنِ) ‏) কি ও ‎তার ‎প্রকারভেদ‎।



 প্রশ্ন: 
 ইয়াকিন/একিন (یَقِیۡنِ) কাকে বলে এবং তা   কত প্রকার ও কী কী?

উত্তর:
ইয়াকিন (یَقِیۡنِ) শব্দের অর্থ: নিশ্চয়তা, দৃঢ় বিশ্বাস, নিশ্চিত সুনিশ্চিত।

♦ ইয়াকিন/একিন এর প্রকারভেদ:

 ইয়াকিন/একিন তিন প্রকার। যথা:

★ ১) ইলমুল ইয়াকিন (কোন বিষয় জেনে নিশ্চিত হওয়া)।
আল্লাহ তাআলা বলেন,
كَلَّا لَوْ تَعْلَمُونَ عِلْمَ الْيَقِينِ
"কখনই নয়; যদি তোমরা নিশ্চিত জানতে।" [সূরা তাকাসুর: ৫]

★ ২) আইনুল ইয়াকিন (স্বচক্ষে দেখে নিশ্চিত হওয়া):
আল্লাহ তাআলা বলেন,
ثُمَّ لَتَرَوُنَّهَا عَيْنَ الْيَقِينِ
আবার বলি, তোমরা অবশ্যই এটি দেখবে নিশ্চিত দৃষ্টিতে।" [সূরা তাকাসুর: ৭]

★ ৩) হাক্কুল ইয়াকিন (বাস্তব অভিজ্ঞতার মধ্যমে নিশ্চিত হওয়া):
আল্লাহ তাআলা বলেন,
إِنَّ هَـٰذَا لَهُوَ حَقُّ الْيَقِينِ
"নিঃসন্দেহ এটি অবশ্য সুনিশ্চিত সত্য।" [সূরা ওয়াকিয়া: ৯৫]

  ইবনুল কাইয়েম রহ. এই তিন প্রকার বিষয়ের পার্থক্যের ব্যাপারে উদাহরণ দিয়েছেন এভাবে:
"কেউ আপনাকে জানালো যে, তার কাছে মধু আছে। আপনি তা নিশ্চিতভাবে বিশ্বাস করলেন। কারণ আপনি তার সত্যতার ব্যাপারে কোন সন্দেহ করেন না। এটা হল, 'ইলমুল ইয়াকিন' (কোন খবর জানার মাধ্যমে নিশ্চিত হওয়া)। এরপরে সে যদি তা আপনাকে দেখায় তাহলে আপনার বিশ্বাস আরও বেড়ে গেল। এটা হল, 'আইনুল ইয়াকিন' (স্বচক্ষে দেখে নিশ্চিত হওয়া)। তারপরে আপনি যদি তা মুখে নিয়ে সাধ চাখেন তাহলে এটা হল, 'হাক্কুল ইয়াকিন' (বাস্তব অভিজ্ঞতার মধ্যমে নিশ্চিত হওয়া)।"
আল্লাহু আলাম।
---------------------◈---------------------
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।
দাঈ, জুবাইল দাওয়াহ সেন্টার, সৌদি আরব। 

Post a Comment

0 Comments