Recent Tube

ক্ষমতা, নাকি আইনের প্রয়োগ? এডভোকেট তাজউদ্দীন তাজ।






 
 ক্ষ তা, নাকি নের   প্রয়ো?
 

এক নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোয়ার অসাধারণ কান্ড।


  গত ৪ জুলাই ২১ ইং, দেখলাম এক নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়ার অসাধারণ কান্ড।
সিলেটের কদমতলী ফলের আড়তে পণ্য নামাচ্ছিলেন মজুররা।
 এরা কেউ আড়তের কর্মচারী নন। পুরো মার্কেট ঘুরেঘুরে এরা পণ্য নামান।
ম্যাজিস্ট্রেট মহোদয়ার বিশাল ফোর্স রাস্তা আটকে ফেলায় আমার মত অনেকেই রাস্তায় দাড়িয়েছিলেন।

   ম্যাজিস্ট্রেট মহোদয়া পুলিশ ফোর্স নিয়ে আড়তে ঢুকলেন। ডাকলেন মালিককে।
বললেন, আপনার দোকানে যারা মাল নামাচ্ছে, তাদের কারো মুখে মাস্ক নেই। আপনার জরিমানা হবে। 

    আড়ত মালিক কিছু বলতে চাইলেন। পুলিশ ভাই ধমক দিয়ে বললেন, কথা বলবেন না, যত কথা বলবেন, জরিমানা তত বাড়বে।
ম্যাজিস্ট্রেট মহোদয়া বেশি না মাত্র ৫ হাজার টাকা জরিমানা করলেন।
 
    আড়ত মালিক বললেন, যাদের কারণে আমাকে জরিমানা করলেন এরা তো কেউ আমার লেবার না। এরা বাজারের লেবার। এদের কারনে আমি কেন জরিমানা গুণবো। আর এই করোনার মাঝে ৫০০০ টাকা জরিমানা করলেন কোন বিবেকে?
আমি পাশে দাঁড়িয়ে শুনছিলাম।
পুলিশ ভাইকে বললাম, আমি আইনজীবী। ম্যাডাম তো মনে হয় ভুল করছেন। ভ্রাম্যমান আদালত আইন ২০০৯ এর ৭(১) ধারা মোতাবেক তো অপরাধীকে তার অপরাধ পড়ে শুনাতে হয়, অপরাধ স্বীকার করলে তারপর সাজা দিতে হয়। এটা কি ঠিক হচ্ছে?

    পুলিশ ভাই বললেন, ম্যাজিস্ট্রেটের জরিমানা করার ক্ষমতা আছে। তাই জরিমানা করছে। আপনি চাইলে ম্যাজিস্ট্রেট এর সাথে কথা বলতে পারেন।

   আমি বললাম, জরিমানা তো হয়েই গেছে। এখন আর কথা বলে কি হবে?

   পুলিশ ভাই বয়স্ক লোক বললেন, উকিল সাব আপ্নে চলে যান। নাইলে আপ্নারেও জরিমানা করতে পারে। গরম ম্যাজিস্ট্রেট।
রাস্তা ততক্ষনে কিছুটা ফাকা হয়েছে।
গরম ম্যাজিস্ট্রেট এর জরিমানার ভয়ে দ্রুত পালিয়ে বাচলাম।

     বাড়ি আসতে আসতে ভাবলাম, যারা আইনের প্রয়োগ বিধি জানেনা, তাদের আইন প্রয়োগে নামানো আর বান্দরের হাতে দা কি এক জিনিষ নয়?
-------------------------------------------------------------
লেখকঃ সাংবাদিক,কলামিস্ট, লেখক ও আইনজীবী। 

Post a Comment

0 Comments