Recent Tube

মরুভুমির হাতছানি,--৩৭ মুহিউল ইসলাম মাহিম চৌধুরী।


 




               মরুভুমির হাতছানি..
  
                                পর্ব--৭;


 ♥ হজ্জ ভ্রমণ';

 ♠ মসজিদে জ্বীন;
 রাসুল (স) তখন তায়েফ থেকে ফিরছিলেন । মক্কার অদূরে নাখলা নামক স্থানের এই জায়গায় এসে নবীজি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা) এর হাত ধরে একটি জায়গায় নিয়ে গেলেন এবং বৃত্ত একে তাঁকে এর ভেতরে অবস্থান করতে বললেন । আর নিজে আরেকটু সরে গেলেন । সে সময়টায় রাতের আঁধার নেমে আসলো । ইবনে মাসউদ (রা) লক্ষ করলেন অনেকগুলো বিক্ষিপ্ত চেহারার ব্যক্তি তাঁর দিকে অগ্রসর হয়ে বৃত্তের কাছে এসে আবার চলে যাচ্ছে । তারা তাঁকে দেখছে আবার তিনিও তাদেরকে দেখেছেন ।  তবে তাদের গায়ের চামড়া ও অঙ্গ-প্রত্যঙ্গগুলি অস্পষ্ট। । মাথায় জট !  অনেকটা হিন্দুস্থানের জাটদের মত। । 

     রাতের শেষে হুজুর (স) আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা) এর কাছে এলেন এবং বললেন সারারাত জ্বীনেরা আমাকে ঘুমাতে দেয়নি । তারা  ঈমান এনেছে !  আমার কাছ থেকে কোরঅান মাজীদের তেলাওয়াত শুনেছে এবং ইসলামের আহকামগুলি শিখে নিয়েছে ।
পরবর্তীতে স্বয়ং নবী (স) এর হাতে জ্বীনদের ইসলাম গ্রহণের এই জায়গায় একটি মসজিদ নির্মিত হয় যেই মসজিদের নাম দেয়া হয় ''মমসজিদে জ্বীন""

  (মসজিদটি বাইতুল হারাম থেকে মাক্ববারাতুল মুয়াল্লা বা জান্নাতুল মুয়াল্লায় যাওয়ার পথে রাস্তায় পড়বে)
--------------------------------- 
লেখকঃ ইসলামিক আর্টিকেল লেখক কলামিস্ট প্রবন্ধ লেখক ও অনলাইন এক্টিভিস্ট। 

Post a Comment

0 Comments